Peppermint Oil For Hair: উকুনের জ্বালায় অতিষ্ঠ? একদিনেই রেহাই পেতে রাতে মাখুন এই তেল

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Mar 18, 2023 | 6:53 PM

Benefits of Peppermint Oil: চুলের বৃদ্ধিতে ও চুলের বিভিন্ন সমস্যা মোকাবেলায় পেপারমিন্ট তেল ব্যবহার করা যায়। চুলের যত্নে পেপারমিন্ট তেল কতটা কার্যকরী তা দেখে নেওয়া যাক...

Mar 18, 2023 | 6:53 PM
হজমের সমস্যা ও মাথাব্যথার মতো বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিরাময়ের অন্যতম প্রধান উপাদান হলে মিন্ট বা পেপারমিন্ট। পেপারমিন্ট হল এক প্রকার পুদিনা ভেষজ, এর  বিশেষ হওয়ার কারণ হল এতে রয়েছে মেন্থল নামক যৌগ।

হজমের সমস্যা ও মাথাব্যথার মতো বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিরাময়ের অন্যতম প্রধান উপাদান হলে মিন্ট বা পেপারমিন্ট। পেপারমিন্ট হল এক প্রকার পুদিনা ভেষজ, এর বিশেষ হওয়ার কারণ হল এতে রয়েছে মেন্থল নামক যৌগ।

1 / 9
মেন্থলের রয়েছে স্বতন্ত্র স্বাদ, গন্ধ ও শীতল অনুভূতি। খাদ্য ও পানীয়তে যেমন ব্যবহার হয়, তেমনি তেলের আকারেও বিভিন্ন উপাকারে কাজে লাগে। ফ্যাকাশে হলুদ বর্ণের, পিপারমিন্ট তেল আয়রন, ম্যাগনেসিয়াম, খনিজ, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ।

মেন্থলের রয়েছে স্বতন্ত্র স্বাদ, গন্ধ ও শীতল অনুভূতি। খাদ্য ও পানীয়তে যেমন ব্যবহার হয়, তেমনি তেলের আকারেও বিভিন্ন উপাকারে কাজে লাগে। ফ্যাকাশে হলুদ বর্ণের, পিপারমিন্ট তেল আয়রন, ম্যাগনেসিয়াম, খনিজ, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ।

2 / 9
চুলের সৌন্দর্য বাড়াতে পেপারমিন্ট তেল ব্যবহার করা হয়। চুলের বৃদ্ধিতে ও চুলের বিভিন্ন সমস্যা মোকাবেলায় পেপারমিন্ট তেল ব্যবহার করা যায়। চুলের যত্নে পেপারমিন্ট তেল কতটা কার্যকরী তা দেখে নেওয়া যাক...

চুলের সৌন্দর্য বাড়াতে পেপারমিন্ট তেল ব্যবহার করা হয়। চুলের বৃদ্ধিতে ও চুলের বিভিন্ন সমস্যা মোকাবেলায় পেপারমিন্ট তেল ব্যবহার করা যায়। চুলের যত্নে পেপারমিন্ট তেল কতটা কার্যকরী তা দেখে নেওয়া যাক...

3 / 9
মাথার ত্বকে নতুন করে চুলের বৃদ্ধি করতে পেপারমিন্ট তেল ব্যবহার করতে পারেন। এই ভেষজ তেল সহজেই মাথার ত্বকের গভীরে প্রবেশ করে ও চুলের ফলিকলগুলিকে উদ্দীপিত করে। এছাড়া মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যার ফলে চুলের

মাথার ত্বকে নতুন করে চুলের বৃদ্ধি করতে পেপারমিন্ট তেল ব্যবহার করতে পারেন। এই ভেষজ তেল সহজেই মাথার ত্বকের গভীরে প্রবেশ করে ও চুলের ফলিকলগুলিকে উদ্দীপিত করে। এছাড়া মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যার ফলে চুলের

4 / 9
শুষ্ক মাথার ত্বকের সমস্যা সমাধান করতে পুদিনার তেল বেশ কার্যকরী। মাথায় প্রয়োগ করলে চুল দারুণ ময়শ্চারাইজড করতে সাহায্য করে। এই তেল নিয়মিত ব্যবহার শুষ্ক মাথার ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে।

শুষ্ক মাথার ত্বকের সমস্যা সমাধান করতে পুদিনার তেল বেশ কার্যকরী। মাথায় প্রয়োগ করলে চুল দারুণ ময়শ্চারাইজড করতে সাহায্য করে। এই তেল নিয়মিত ব্যবহার শুষ্ক মাথার ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে।

5 / 9
তবে মেন্থল তেলের সঙ্গে বাদাম তেল বা অলিভ অয়েলের মতো যেকোনও একটি তেল মিশিয়ে চুলে মেখে প্রায় ৩০ মিনিটের জন্য শাওয়ার ক্যাপ মাথা ঢেকে রাখুন। স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন।

তবে মেন্থল তেলের সঙ্গে বাদাম তেল বা অলিভ অয়েলের মতো যেকোনও একটি তেল মিশিয়ে চুলে মেখে প্রায় ৩০ মিনিটের জন্য শাওয়ার ক্যাপ মাথা ঢেকে রাখুন। স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন।

6 / 9
চুলের গোড়া মজবুত করতে ও চুল পড়া রোধ করতেও পেপারমিন্ট তেল দারুণ কাজে লাগে। মাথার ত্বকে সরাসরি পেপারমিন্ট তেল প্রয়োগ করতে পারেন। ঘন ও কালো চুলের জন্য পেপারমিন্ট তেলের সঙ্গে নারকেল তেল মেশাতে পারেন।

চুলের গোড়া মজবুত করতে ও চুল পড়া রোধ করতেও পেপারমিন্ট তেল দারুণ কাজে লাগে। মাথার ত্বকে সরাসরি পেপারমিন্ট তেল প্রয়োগ করতে পারেন। ঘন ও কালো চুলের জন্য পেপারমিন্ট তেলের সঙ্গে নারকেল তেল মেশাতে পারেন।

7 / 9
পেপারমিন্ট তেলের এই শক্তিশালী সুগন্ধ মাথার উকুনকে দম বন্ধ করে দেয়। মাথায় যদি উকুনের সমস্যা থাকে তাহলে তা সম্পূর্ণভাবে মেরে ফেলতে এই তেল মাখতে পারেন।

পেপারমিন্ট তেলের এই শক্তিশালী সুগন্ধ মাথার উকুনকে দম বন্ধ করে দেয়। মাথায় যদি উকুনের সমস্যা থাকে তাহলে তা সম্পূর্ণভাবে মেরে ফেলতে এই তেল মাখতে পারেন।

8 / 9
উকুন থেকে মুক্তি পেতে, রাতে ঘুমানোর আগে শুধু পেপারমিন্ট অয়েল লাগান ও পরের দিন চুল ধুয়ে ফেলুন। তাতেই উকুন সমস্যার সমাধান হবে একদিনের মধ্যেই।

উকুন থেকে মুক্তি পেতে, রাতে ঘুমানোর আগে শুধু পেপারমিন্ট অয়েল লাগান ও পরের দিন চুল ধুয়ে ফেলুন। তাতেই উকুন সমস্যার সমাধান হবে একদিনের মধ্যেই।

9 / 9

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla