Pumpkin Mask: ছক্কা নয়, কুমড়ো দিয়েই ফিরবে এবার মুখের হারানো জেল্লা

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Reshmi Pramanik

Updated on: Mar 18, 2023 | 7:19 AM

Pumpkin For Glowing Skin: কুমড়োর কাথ বের করে নিয়ে তা গ্রাইন্ডারে পিষে নিন। এবার সেই মিশ্রণ খুব ভাল করে মুখে লাগিয়ে নিন

Mar 18, 2023 | 7:19 AM
ভাবছেন শুনে এমনও হতে পারে নাকি! তবে এটাই কিন্তু সত্যি। কোমল নরম ত্বক পেতে এখন কুমড়ো ব্যবহারের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ত্বক নরম রাখতে অ্যালোভেরা জেল, নারকেল তেল এসব তো কবে থেকেই ব্যবহার করা হচ্ছে।

ভাবছেন শুনে এমনও হতে পারে নাকি! তবে এটাই কিন্তু সত্যি। কোমল নরম ত্বক পেতে এখন কুমড়ো ব্যবহারের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ত্বক নরম রাখতে অ্যালোভেরা জেল, নারকেল তেল এসব তো কবে থেকেই ব্যবহার করা হচ্ছে।

1 / 9
সেই তালিকায় এবার নতুন সংযোজন হল কুমড়ো। নিয়মিত ভাবে কুমড়ো ব্যবহার করলে মুখের জেল্লা বাড়ে। কুমড়োর মধ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উপাদান।

সেই তালিকায় এবার নতুন সংযোজন হল কুমড়ো। নিয়মিত ভাবে কুমড়ো ব্যবহার করলে মুখের জেল্লা বাড়ে। কুমড়োর মধ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উপাদান।

2 / 9
তা যেমন শরীরের বিভিন্ন কাজে লাগে তেমনই কিন্তু ত্বকের যত্নেও ব্যবহার করা হয়। কুমড়োর মধ্যে থাকে গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের পাশাপাশি ত্বকেরও খেয়াল রাখে।

তা যেমন শরীরের বিভিন্ন কাজে লাগে তেমনই কিন্তু ত্বকের যত্নেও ব্যবহার করা হয়। কুমড়োর মধ্যে থাকে গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের পাশাপাশি ত্বকেরও খেয়াল রাখে।

3 / 9
শুষ্ক ত্বকের সমস্যা রুখতেও কার্যকরী কুমড়ো। কুমড়োর পাল্প বের করে নিয়ে ছোট ছোট টুকরো করে নিন। এবার ওর সঙ্গে দুধ, মধু আর সামান্য হুইপ ক্রিম মিশিয়ে প্যাক বানিয়ে নিতে হবে।

শুষ্ক ত্বকের সমস্যা রুখতেও কার্যকরী কুমড়ো। কুমড়োর পাল্প বের করে নিয়ে ছোট ছোট টুকরো করে নিন। এবার ওর সঙ্গে দুধ, মধু আর সামান্য হুইপ ক্রিম মিশিয়ে প্যাক বানিয়ে নিতে হবে।

4 / 9
১০ মিনিট মুখে লাগিয়ে রেখে তা ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের যেমন জেল্লা ফিরবে তেমনই ত্বক থাকবে নরম। ত্বকে এই মিশ্রণ লাগানোর পর ইষদুষ্ণ জলে ধুয়ে নিন।

১০ মিনিট মুখে লাগিয়ে রেখে তা ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের যেমন জেল্লা ফিরবে তেমনই ত্বক থাকবে নরম। ত্বকে এই মিশ্রণ লাগানোর পর ইষদুষ্ণ জলে ধুয়ে নিন।

5 / 9
ত্বক যদি তৈলাক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু কাজে লাগানো যায় কুমড়ো। কুমড়োর ছোট ছোট টুকরোর সঙ্গে ১ চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবার তা মুখে লাগালেই কিন্তু জেল্লা ফিরবে।

ত্বক যদি তৈলাক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু কাজে লাগানো যায় কুমড়ো। কুমড়োর ছোট ছোট টুকরোর সঙ্গে ১ চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবার তা মুখে লাগালেই কিন্তু জেল্লা ফিরবে।

6 / 9
মধু, লেবু, ভিটামিন ই ক্যাপসুল আর কুমড়োর পাল্প একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। স্নানের আগে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর তা শুকিয়ে এলে ঘষে তুলে ফেলতে হবে। এতেও কিন্তু অনেক কাজ হয়ে যায়।

মধু, লেবু, ভিটামিন ই ক্যাপসুল আর কুমড়োর পাল্প একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। স্নানের আগে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর তা শুকিয়ে এলে ঘষে তুলে ফেলতে হবে। এতেও কিন্তু অনেক কাজ হয়ে যায়।

7 / 9
মধু, লেবু, ভিটামিন ই ক্যাপসুল আর কুমড়োর পাল্প একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। স্নানের আগে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর তা শুকিয়ে এলে ঘষে তুলে ফেলতে হবে। এতেও কিন্তু অনেক কাজ হয়ে যায়।

মধু, লেবু, ভিটামিন ই ক্যাপসুল আর কুমড়োর পাল্প একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। স্নানের আগে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর তা শুকিয়ে এলে ঘষে তুলে ফেলতে হবে। এতেও কিন্তু অনেক কাজ হয়ে যায়।

8 / 9
কুমড়োর মধ্যে থাকে ভিটিমিন সি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি আমাদের স্কিনটোন ঠিক রাখতে সাহায্য করে। যার ফলে এজিং সহজে আসে না। বলিরেখা রুখতে আজ থেকেই ব্যবহার করুন।

কুমড়োর মধ্যে থাকে ভিটিমিন সি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি আমাদের স্কিনটোন ঠিক রাখতে সাহায্য করে। যার ফলে এজিং সহজে আসে না। বলিরেখা রুখতে আজ থেকেই ব্যবহার করুন।

9 / 9

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla