Bangla NewsPhoto gallery Bengal boy Aryaveer Chokhani wins in four category in National Ranking Darts Championship 2022
National Darts Championship: জাতীয় ডার্টস চ্যাম্পিয়নশিপে জয়জয়কার বাংলার আর্যবীরের
১৫ থেকে ১৭ সেপ্টেম্বর গোয়ায় বসেছিল জাতীয় ডার্টস চ্যাম্পিয়নশিপ। তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দেশের ৭০ জনের বেশি ডার্ট খেলোয়াড়। প্রতিযোগিতায় হইচই ফেলে দিয়েছে ১২ বছরের কলকাতার বাসিন্দা আর্যবীর চোখানি।