ICC U19 Women’s World Cup final: মাহির ইতিহাস ফেরাবে ভারত? ম্যান্ডেলার দেশে লড়বেন দুই বঙ্গকন্যা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jan 29, 2023 | 5:32 PM

আইসিসি অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-২০ বিশ্বকাপের ফাইনাল আজ। আমনে সামনে ভারত ও ইংল্যান্ড। আইসিসি টুর্নামেন্টে ভারতের মহিলা ক্রিকেট টিম এখনও পর্যন্ত ট্রফি জিততে পারেনি। হোক না বয়সভিত্তিক, তবুও তো বিশ্বকাপ। মেয়েদের ক্রিকেটে প্রথম আইসিসি ট্রফির অপেক্ষায় গোটা দেশ।

1 / 7
২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছিল মেন ইন ব্লু। কাকতালীয়ভাবে মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের উদ্বোধনী আসরও বসেছে নেলসন ম্যান্ডেলার দেশে। (ছবি:টুইটার)

২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছিল মেন ইন ব্লু। কাকতালীয়ভাবে মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের উদ্বোধনী আসরও বসেছে নেলসন ম্যান্ডেলার দেশে। (ছবি:টুইটার)

2 / 7
দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও একবার টি-২০ বিশ্বকাপ জিতে মাহির ইতিহাস ফেরাতে তৈরি ভারত। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আইসিসি ট্রফি নিয়ে আসতে লড়বেন দুই বঙ্গকন্যা। তাঁরা হলেন রিচা ঘোষ ও তিতাস সাধু।(ছবি:টুইটার)

দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও একবার টি-২০ বিশ্বকাপ জিতে মাহির ইতিহাস ফেরাতে তৈরি ভারত। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আইসিসি ট্রফি নিয়ে আসতে লড়বেন দুই বঙ্গকন্যা। তাঁরা হলেন রিচা ঘোষ ও তিতাস সাধু।(ছবি:টুইটার)

3 / 7
রিচার পরিচয় আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। শিলিগুড়ির মেয়ে রিচা সিনিয়র দলে খেলছেন বেশ কিছু সময় ধরে। মিতালি রাজ, হরমনপ্রীত, স্মৃতি মান্ধানাদের মতো ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।(ছবি:টুইটার)

রিচার পরিচয় আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। শিলিগুড়ির মেয়ে রিচা সিনিয়র দলে খেলছেন বেশ কিছু সময় ধরে। মিতালি রাজ, হরমনপ্রীত, স্মৃতি মান্ধানাদের মতো ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।(ছবি:টুইটার)

4 / 7
ব্যাট হাতে ও উইকেটের পিছনে অধিনায়ক শেফালি ভার্মার ভরসার পাত্র রিচা। উইকেটের পিছনে যেমন ক্ষিপ্র, তেমনই মিডল অর্ডারে নেমে রান তুলতেও দক্ষ।(ছবি:টুইটার)

ব্যাট হাতে ও উইকেটের পিছনে অধিনায়ক শেফালি ভার্মার ভরসার পাত্র রিচা। উইকেটের পিছনে যেমন ক্ষিপ্র, তেমনই মিডল অর্ডারে নেমে রান তুলতেও দক্ষ।(ছবি:টুইটার)

5 / 7
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ব্যাট হাতে সেরা ফর্মে হয়তো নেই রিচা। যদিও প্রায় সবকটি ম্যাচেই ভারতের জয়ে অবদান রাখার চেষ্টা করেন। নিঃসন্দেহে দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। (ছবি:টুইটার)

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ব্যাট হাতে সেরা ফর্মে হয়তো নেই রিচা। যদিও প্রায় সবকটি ম্যাচেই ভারতের জয়ে অবদান রাখার চেষ্টা করেন। নিঃসন্দেহে দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। (ছবি:টুইটার)

6 / 7
নজরে থাকবেন বাংলার ডানহাতি মিডিয়াম পেসার তিতাস সাধু। চুঁচুড়ার মেয়ে তিতাস বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন।(ছবি:টুইটার)

নজরে থাকবেন বাংলার ডানহাতি মিডিয়াম পেসার তিতাস সাধু। চুঁচুড়ার মেয়ে তিতাস বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন।(ছবি:টুইটার)

7 / 7
শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার সিক্সের ম্যাচেও উইকেট তুলে নিয়েছিলেন তিতাস। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তিতাস সাধু। বিশ্বকাপ ফাইনালে ইংরেজদের গতিতে মাত করার পরিকল্পনা তাঁর।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার সিক্সের ম্যাচেও উইকেট তুলে নিয়েছিলেন তিতাস। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তিতাস সাধু। বিশ্বকাপ ফাইনালে ইংরেজদের গতিতে মাত করার পরিকল্পনা তাঁর।

Next Photo Gallery