Komola kheer: ডিনার শেষে পাতে পড়ুক এক বাটি কমলার পায়েস! রইল রেসিপি
শীতকালে পায়েস খেতে কিন্তু বেশ লাগে। আর তা যদি হয় কমলালেবু দিয়ে তৈরি তাহলে তো কথাই নেই। চিঁড়ের পায়েস, সিমাইয়ের পায়েস, এমনকী চুষির পায়েসের কথা আমরা শুনেছি। কিন্তু তাই বলে কমলালেবুর পায়েস? কী ভাবেই মা মিলবে দুধে-লেবুতে? রইল রেসিপি