Electric Two Wheelers 2022: বাইশে পেট্রল চালিত স্কুটার-বাইকদের জোর ধাক্কা দিল দুর্ধর্ষ রেঞ্জের এই সব বৈদ্যুতিক দু’চাকা গাড়ি

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 26, 2022 | 7:43 PM

E-Scooters And E-Bikes Of 2022: বাইশে ভারতে পাল্লা দিয়ে একের পর এক ইলেকট্রিক স্কুটার ও বাইক লঞ্চ করেছে। সেগুলির মধ্যে থেকে সেরা সাতটি মডেল সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

1 / 12
OLA S1 Air: ওলা ইলেকট্রিক চলতি বছরে তার Ola S1 Air ই-স্কুটারটি লঞ্চ করেছে। Ola-র এই দু-চাকা ইলেকট্রিক যানটির দাম 85,000। যে তিনটে ইলেকট্রিক স্কুটার ওলা এখনও পর্যন্ত লঞ্চ করেছে, তাদের মধ্যে সবথেকে কমদামি। লেটেস্ট MoveOS 3 সফটওয়্যার, 2.5 kWh ব্যাটারি এবং ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে স্কুটারটিতে। S1 Air ই-স্কুটারটি 4.5kW পাওয়ার জেনারেট করতে পারে। এই বিদ্যুচ্চালিত স্কুটারটি 100% চার্জ হতে সময় নেয় মাত্র 4.5 ঘণ্টা।

OLA S1 Air: ওলা ইলেকট্রিক চলতি বছরে তার Ola S1 Air ই-স্কুটারটি লঞ্চ করেছে। Ola-র এই দু-চাকা ইলেকট্রিক যানটির দাম 85,000। যে তিনটে ইলেকট্রিক স্কুটার ওলা এখনও পর্যন্ত লঞ্চ করেছে, তাদের মধ্যে সবথেকে কমদামি। লেটেস্ট MoveOS 3 সফটওয়্যার, 2.5 kWh ব্যাটারি এবং ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে স্কুটারটিতে। S1 Air ই-স্কুটারটি 4.5kW পাওয়ার জেনারেট করতে পারে। এই বিদ্যুচ্চালিত স্কুটারটি 100% চার্জ হতে সময় নেয় মাত্র 4.5 ঘণ্টা।

2 / 12
OLA S1 Air-এর রেঞ্জ: যেমনটা আমরা আগেই বললাম OLA-র S1 Air ইলেকট্রিক স্কুটারে একটি 2.5kWh ব্যাটারি দেওয়া হয়েছে। স্কুটারটির IDC সার্টিফায়েড রেঞ্জ 100 কিলোমিটার, যদি তা ইকো মোডে থাকে। অর্থাৎ ইকো মোডে এই স্কুটার একবার চার্জেই 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। ই-স্কুটারের ভাল দিকটি হল, আপনি যদি এটিকে মাত্র সাড়ে চার ঘণ্টার জন্য চার্জ দেন, তাহলে তা 100 কিলোমিটার দৌড়তে পারবে। পাশাপাশি এটি মাত্র 9.8 সেকেন্ডের মধ্যেই 0-60 kmph অ্যাক্সিলারেট করতে পারে। এছাড়া এই স্কুটারের সর্বাধিক স্পিড 90 kmph।

OLA S1 Air-এর রেঞ্জ: যেমনটা আমরা আগেই বললাম OLA-র S1 Air ইলেকট্রিক স্কুটারে একটি 2.5kWh ব্যাটারি দেওয়া হয়েছে। স্কুটারটির IDC সার্টিফায়েড রেঞ্জ 100 কিলোমিটার, যদি তা ইকো মোডে থাকে। অর্থাৎ ইকো মোডে এই স্কুটার একবার চার্জেই 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। ই-স্কুটারের ভাল দিকটি হল, আপনি যদি এটিকে মাত্র সাড়ে চার ঘণ্টার জন্য চার্জ দেন, তাহলে তা 100 কিলোমিটার দৌড়তে পারবে। পাশাপাশি এটি মাত্র 9.8 সেকেন্ডের মধ্যেই 0-60 kmph অ্যাক্সিলারেট করতে পারে। এছাড়া এই স্কুটারের সর্বাধিক স্পিড 90 kmph।

3 / 12
Hero Vida V1: হিরো মোটোকর্পও চলতি বছরে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। দেশের মার্কেটে Hero Vida V1 ই-স্কুটারের দাম শুরু হচ্ছে 1.28 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। হিরোর ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড Vida-র আত্মপ্রকাশই হয়েছে এই V1 নাম দিয়ে। এই নতুন হিরো ভিদা ইভি ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার মডেল দুটির নাম V1 Pro এবং V1 Plus।

Hero Vida V1: হিরো মোটোকর্পও চলতি বছরে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। দেশের মার্কেটে Hero Vida V1 ই-স্কুটারের দাম শুরু হচ্ছে 1.28 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। হিরোর ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড Vida-র আত্মপ্রকাশই হয়েছে এই V1 নাম দিয়ে। এই নতুন হিরো ভিদা ইভি ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার মডেল দুটির নাম V1 Pro এবং V1 Plus।

4 / 12
Hero Vida V1 স্পেসিফিকেশন: হিরো-র V1 Pro ইলেকট্রিক স্কুটারের পাওয়ারের বিষয়টি নিশ্চিত করতে রয়েছে একটি 3.94 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি। অন্য দিকে V1 Plus ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে একটি 3.44 kWh ব্যাটারি। এদের মধ্যে প্রথম মডেলটি যেখানে একবার চার্জে 165 কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারে, ঠিক সেখানেই V1 Pro মডেলটির রেঞ্জ 143 কিলোমিটার।

Hero Vida V1 স্পেসিফিকেশন: হিরো-র V1 Pro ইলেকট্রিক স্কুটারের পাওয়ারের বিষয়টি নিশ্চিত করতে রয়েছে একটি 3.94 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি। অন্য দিকে V1 Plus ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে একটি 3.44 kWh ব্যাটারি। এদের মধ্যে প্রথম মডেলটি যেখানে একবার চার্জে 165 কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারে, ঠিক সেখানেই V1 Pro মডেলটির রেঞ্জ 143 কিলোমিটার।

5 / 12
Ather 450X Gen3: চলতি বছরে ভারতে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ইভি স্টার্ট-আপ Ather। সংস্থার সেই ই-স্কুটারের নাম Ather 450X Gen3। মোট দুটি ভ্যারিয়েন্ট এবং তিনটি কালার অপশন রয়েছে এই ই-স্কুটারের। Ather 450X Gen3-এ দেওয়া হয়েছে আগের মডেলের তুলনায় অনেক বড় রিয়ারভিউ মিরর এবং ওয়াইডার 100 সেকশন রিয়ার টায়ার।

Ather 450X Gen3: চলতি বছরে ভারতে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ইভি স্টার্ট-আপ Ather। সংস্থার সেই ই-স্কুটারের নাম Ather 450X Gen3। মোট দুটি ভ্যারিয়েন্ট এবং তিনটি কালার অপশন রয়েছে এই ই-স্কুটারের। Ather 450X Gen3-এ দেওয়া হয়েছে আগের মডেলের তুলনায় অনেক বড় রিয়ারভিউ মিরর এবং ওয়াইডার 100 সেকশন রিয়ার টায়ার।

6 / 12
Ather 450X Gen3 ব্যাটারি ও রেঞ্জ: এই ইলেকট্রিক স্কুটারে ইক্যুইপ করা রয়েছে বেশ বড় 3.7 kWh ব্যাটারি প্যাক, যার ফলে স্কুটারের রেঞ্জ বেড়ে গিয়েছে 25%। ইলেকট্রিক স্কুটারটি এখন 105 km রেঞ্জ দিতে সক্ষম। অর্থাৎ আপনি একবার চার্জ দিলে নতুন Ather ই-স্কুটারটি 105 km পর্যন্ত দৌড়তে পারবে। তবে স্কুটারটির আইডিসি সার্টিফায়েড রেঞ্জ 146 km পার চার্জ।

Ather 450X Gen3 ব্যাটারি ও রেঞ্জ: এই ইলেকট্রিক স্কুটারে ইক্যুইপ করা রয়েছে বেশ বড় 3.7 kWh ব্যাটারি প্যাক, যার ফলে স্কুটারের রেঞ্জ বেড়ে গিয়েছে 25%। ইলেকট্রিক স্কুটারটি এখন 105 km রেঞ্জ দিতে সক্ষম। অর্থাৎ আপনি একবার চার্জ দিলে নতুন Ather ই-স্কুটারটি 105 km পর্যন্ত দৌড়তে পারবে। তবে স্কুটারটির আইডিসি সার্টিফায়েড রেঞ্জ 146 km পার চার্জ।

7 / 12
Oben Rorr: একটি ইলেকট্রিক মোটরসাইকেলও লঞ্চ হয়েছে চলতি বছরে। Oben Rorr নামক সেই ই-বাইকের নাম 99,999 টাকা (এক্স-শোরুম, মহারাষ্ট্র)। কেবল একটিই মাত্র ভ্যারিয়েন্টে এই ই-স্কুটারটি লঞ্চ করা হয়েছে। নিও ক্লাসিক ডিজ়াইনের এই Oben Rorr ইলেকট্রিক বাইকটি মাত্র তিন সেকেন্ডের মধ্যেই 0-40 এ অ্যাক্সিলারেট করতে পারে। পাশাপাশি এই ই-বাইকের টপ স্পিড 100 kmph।

Oben Rorr: একটি ইলেকট্রিক মোটরসাইকেলও লঞ্চ হয়েছে চলতি বছরে। Oben Rorr নামক সেই ই-বাইকের নাম 99,999 টাকা (এক্স-শোরুম, মহারাষ্ট্র)। কেবল একটিই মাত্র ভ্যারিয়েন্টে এই ই-স্কুটারটি লঞ্চ করা হয়েছে। নিও ক্লাসিক ডিজ়াইনের এই Oben Rorr ইলেকট্রিক বাইকটি মাত্র তিন সেকেন্ডের মধ্যেই 0-40 এ অ্যাক্সিলারেট করতে পারে। পাশাপাশি এই ই-বাইকের টপ স্পিড 100 kmph।

8 / 12
 Oben Rorr ব্যাটারি ও রেঞ্জ: Oben Rorr ইলেকট্রিক বাইকে একটি 4.4kWh লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে, যার আইডিসি রেঞ্জ 200 km। একবার চার্জ দেবেন, তাহলেই বাইকটি 200 km পর্যন্ত দৌড়তে পারবে। এই ব্যাটারি 0-100 শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র 2 ঘণ্টা।

Oben Rorr ব্যাটারি ও রেঞ্জ: Oben Rorr ইলেকট্রিক বাইকে একটি 4.4kWh লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে, যার আইডিসি রেঞ্জ 200 km। একবার চার্জ দেবেন, তাহলেই বাইকটি 200 km পর্যন্ত দৌড়তে পারবে। এই ব্যাটারি 0-100 শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র 2 ঘণ্টা।

9 / 12
Hop Oxo: চলতি বছরেই ভারতে Hop Oxo ইলেকট্রিক বাইকটি লঞ্চ করা হয়েছে। এই স্কুটারের দাম 1.25 লাখ টাকা থেকে 1.40 লাখ টাকার (এক্স-শোরুম প্রাইস) মধ্যে। পাওয়ারের জন্য এই ই-বাইকে রয়েছে 72 ভোল্ট আর্কিটেকচার, যাতে ইলেকট্রিক মোটরও রয়েছে। ইলেকট্রিক বাইকটি 6.2 kW এবং 200 Nm টর্ক প্রস্তুত করতে পারে। বাইকটির মোট দুটি ভ্যারিয়েন্ট রয়েছে- OXO এবং OXO X।

Hop Oxo: চলতি বছরেই ভারতে Hop Oxo ইলেকট্রিক বাইকটি লঞ্চ করা হয়েছে। এই স্কুটারের দাম 1.25 লাখ টাকা থেকে 1.40 লাখ টাকার (এক্স-শোরুম প্রাইস) মধ্যে। পাওয়ারের জন্য এই ই-বাইকে রয়েছে 72 ভোল্ট আর্কিটেকচার, যাতে ইলেকট্রিক মোটরও রয়েছে। ইলেকট্রিক বাইকটি 6.2 kW এবং 200 Nm টর্ক প্রস্তুত করতে পারে। বাইকটির মোট দুটি ভ্যারিয়েন্ট রয়েছে- OXO এবং OXO X।

10 / 12
Hop Oxo ব্যাটারি ও রেঞ্জ: Hop Oxo ইলেকট্রিক মোটরসাইকেলে রয়েছে একটি 3.75 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি, যাতে 811 NMC সেলও দেওয়া হয়েছে। বাইকটির রেঞ্জ 150 কিলোমিটার। অর্থাৎ একবার চার্জ দিলে এটি 150 কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারে। ই-বাইকটিতে রয়েছে 16Amp পাওয়ার সকেট। Hop Oxo-র ব্যাটারি মাত্র 4 ঘণ্টার মধ্যে 0-80 শতাংশ চার্জ হতে পারে।

Hop Oxo ব্যাটারি ও রেঞ্জ: Hop Oxo ইলেকট্রিক মোটরসাইকেলে রয়েছে একটি 3.75 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি, যাতে 811 NMC সেলও দেওয়া হয়েছে। বাইকটির রেঞ্জ 150 কিলোমিটার। অর্থাৎ একবার চার্জ দিলে এটি 150 কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারে। ই-বাইকটিতে রয়েছে 16Amp পাওয়ার সকেট। Hop Oxo-র ব্যাটারি মাত্র 4 ঘণ্টার মধ্যে 0-80 শতাংশ চার্জ হতে পারে।

11 / 12
Tork Kratos: টর্ক মোটর সম্প্রতি টর্ক ক্রাটোস ইলেকট্রিক মোটরসাইকেলটি লঞ্চ করেছে ভারতে। এর দাম 1.22 লাখ টাকা (এক্স-শোরুম)। মোট দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ই-বাইকটি। তাদের মধ্যে একটি হল স্ট্যান্ডার্ড ক্রাটোস এবং টপ-স্পেক ক্রাটোস আর। এদের মধ্যে স্ট্যান্ডার্ড ক্রাটোসে দেওয়া হয়েছে একটি 7.5 kW ইলেকট্রিক মোটর এবং ক্রাটোস আর ই-বাইকে একটি 9 kW ইলেকট্রিক মোটর ব্যবহৃত হয়েছে। একবার চার্জেই এই ই-বাইকের ব্যাটারি 180 Km রেঞ্জ দিতে পারে। মাত্র 1 ঘণ্টার ব্যবধানে ই-বাইকটি 0-80 শতাংশ চার্জ করে ফেলতে পারে।

Tork Kratos: টর্ক মোটর সম্প্রতি টর্ক ক্রাটোস ইলেকট্রিক মোটরসাইকেলটি লঞ্চ করেছে ভারতে। এর দাম 1.22 লাখ টাকা (এক্স-শোরুম)। মোট দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ই-বাইকটি। তাদের মধ্যে একটি হল স্ট্যান্ডার্ড ক্রাটোস এবং টপ-স্পেক ক্রাটোস আর। এদের মধ্যে স্ট্যান্ডার্ড ক্রাটোসে দেওয়া হয়েছে একটি 7.5 kW ইলেকট্রিক মোটর এবং ক্রাটোস আর ই-বাইকে একটি 9 kW ইলেকট্রিক মোটর ব্যবহৃত হয়েছে। একবার চার্জেই এই ই-বাইকের ব্যাটারি 180 Km রেঞ্জ দিতে পারে। মাত্র 1 ঘণ্টার ব্যবধানে ই-বাইকটি 0-80 শতাংশ চার্জ করে ফেলতে পারে।

12 / 12
Ultraviolette F77: খুব সম্প্রতিই এই ইলেকট্রিক বাইকটি ভারতে লঞ্চ করা হয়েছে। Ultraviolette F77-এর দাম ভারতে 3.80 লাখ টাকা (এক্স-শোরুম)। স্পোর্টি ইলেকট্রিক বাইকে দেওয়া হয়েছে 10.3 kWh ব্যাটারি প্যাক। একবার চার্জে এই ই-বাইকটি 307 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।

Ultraviolette F77: খুব সম্প্রতিই এই ইলেকট্রিক বাইকটি ভারতে লঞ্চ করা হয়েছে। Ultraviolette F77-এর দাম ভারতে 3.80 লাখ টাকা (এক্স-শোরুম)। স্পোর্টি ইলেকট্রিক বাইকে দেওয়া হয়েছে 10.3 kWh ব্যাটারি প্যাক। একবার চার্জে এই ই-বাইকটি 307 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।

Next Photo Gallery