নতুন ফোন কিনবেন ভাবছেন? আপনার সর্বোচ্চ বাজেট কি ২০ হাজার টাকা। তাহলে নামিদামি সংস্থার বেশ অনেকগুলো মডেলই পেয়ে যেতে পারেন আপনি। রইল তালিকা। পছন্দসই ফোন বেছে নিন।
মোটোরোলা, স্যামসাং, পোকো এবং ওপ্পো- এই চার কোম্পানির চারটি ফোনের দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই কোম্পানির চারটি ফোনের দাম দেখে নিতে পারবেন আপনি। আর সেই মতোই সিদ্ধান্ত নেবেন যে কোন ফোন কিনবেন।
মোটো জি৫২- ভারতে মোটো জি৫২ ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৪৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬,৪৯৯ টাকা। অর্থাৎ ২০ হাজারের অনেক কমেই এই ফোন কিনতে পারবেন আপনি।
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২০,৪৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া এবং স্যামসাং ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে।
ভারতে দুটো স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে ওপ্পো কে১০ ফোন। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯০ টাকা। অন্যদিকে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৬,৯৯০ টাকা। ওপ্পো কোম্পানির অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে।
ভারতে মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এই পোকো এম৪ প্রো ৪জি ফোনটি লঞ্চ করা হয়েছে। ফোনের বেস মডেল অর্থাৎ ৬জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। ফোনটির ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ স্পেসের দাম ১৬,৪৯৯ টাকা। সর্বশেষ ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা।