Google Pixel 6a: ভারতে গুগল পিক্সেল ৬এ ফোনের দাম কত হতে পারে? দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন
TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty
May 11, 2022 | 8:36 PM
Google Pixel 6a: বহুদিন পর ভারতে আসছে গুগল পিক্সেল স্মার্টফোন। এবার লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৬এ ফোন। যদি এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। তবে শোনা যাচ্ছে তাড়াতাড়িই লঞ্চ হবে।
1 / 6
গুগল পিক্সেল ৬এ আসছে ভারতে। তাড়াতাড়িই এই ফোন লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, বহুদিন পর ভারতে কোনও গুগল পিক্সেল ফোন লঞ্চ হওয়ার খবর শোনা গিয়েছে।
2 / 6
এর আগে ভারতে লঞ্চ হয়েছিল গুগল পিক্সেল ৪এ ফোন। তারপর গুগল পিক্সেল ৬ সিরিজের কোনও ফোন ভারতে লঞ্চ হয়নি। তবে এবার গুগল পিক্সেল ৬ সিরিজের ফোন গুগল পিক্সেল ৬এ ভারতে লঞ্চ হতে চলেছে।
3 / 6
প্রাথমিক ভাবে অবশ্য নির্দিষ্ট মার্কেটের জন্যই গুগল পিক্সেল ৬ সিরিজ লঞ্চের কথা ভেবেছিলেন গুগল কর্তৃপক্ষ। কিন্তু পরে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। আর সেই সূত্রেই ভারতে আসতে চলেছে গুগল পিক্সেল ৬এ স্মার্টফোন। প্রসঙ্গত উল্লেখ্য, টুইটারে টিপস্টার মুকুল শর্মাই আভাস দিয়েছিলেন যে ভারতে গুগল পিক্সেল ৬এ ফোন লঞ্চ হতে চলেছে।
4 / 6
গুগল পিক্সেল ৫এ ফোনের আপডেটেড ভার্সান হিসেবে লঞ্চ হবে গুগল পিক্সেল ৬এ ফোন। যদিও ভারতে গুগল পিক্সেল ৫এ ফোন লঞ্চ হয়নি। গুগল পিক্সেল ৬এ ফোনে ৬.২ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।
5 / 6
গুগল পিক্সেল ৬এ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর সেখানে দুটো ১২ মেগাপিক্সেলের সেনসর থাকার কথা শোনা গিয়েছে। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা সেনসর সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
6 / 6
গুগল পিক্সেল ৬এ ফোনে Tensor GS101 থাকতে পারে। এছাড়াও অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের দাম ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে হবে বলে মনে করা হচ্ছে।