আগ্রা: তাজমহল মানেই ভালবাসার প্রতীক। আপনিও যদি আপনার বিশেষ দিনকে স্মরণীয় করতে চান, তাহলে আগ্রাকে বেছে নিতে পারেন।
জয়পুর: রাজকীয় ও বিলাসীতার সঙ্গে বিয়ে করতে চান? বেছে নিতে পারেন জয়পুরের প্যালেসগুলিকে।
গোয়া: সমুদ্র সৈকতে বিয়ে করতে চান? বেছে নিতে পারেন গোয়াকে।
ঋষিকেশ: পাহাড়ের কোলে বিয়ে করতে চান? তাহলে বেছে নিতে পারেন দেবভূমিকে। ঋষিকেশ ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য পারফেক্ট।
কেরালা: রীতি মেনে বিয়ে করবেন এবং প্রকৃতির কোলে ভালবাসা প্রকাশ করবেন ভাবছেন? তাহলে বেছে নিন কেরালার ব্যাকওয়াটারকে।
উদয়পুর: স্বপ্নের মতো সাজানো ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করলে উদয়পুরের রয়্যাল প্যালেসগুলি হল পারফেক্ট ডেস্টিনেশন।