Destination Wedding: সামনের শীতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্ল্যান করছেন? রইল ৬টি জায়গার খোঁজ
TV9 Bangla Digital | Edited By: megha
Oct 29, 2021 | 9:51 PM
বিয়ে এমন একটি বিষয়, যা প্রতিটি মানুষের জীবনে বিশেষ স্থান অধিকার করে। এই বিশেষ দিনকে সবাই চায় মনের মত ভাবে স্মরণীয় করে রাখতে। তাই এখন বেড়েছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের ট্রেন্ড। আপনিও যদি বিয়ের জন্য কোনও জায়গার সন্ধানে থাকেন, তাহলে দেখে নিন এক নজরে...
1 / 6
আগ্রা: তাজমহল মানেই ভালবাসার প্রতীক। আপনিও যদি আপনার বিশেষ দিনকে স্মরণীয় করতে চান, তাহলে আগ্রাকে বেছে নিতে পারেন।
2 / 6
জয়পুর: রাজকীয় ও বিলাসীতার সঙ্গে বিয়ে করতে চান? বেছে নিতে পারেন জয়পুরের প্যালেসগুলিকে।
3 / 6
গোয়া: সমুদ্র সৈকতে বিয়ে করতে চান? বেছে নিতে পারেন গোয়াকে।
4 / 6
ঋষিকেশ: পাহাড়ের কোলে বিয়ে করতে চান? তাহলে বেছে নিতে পারেন দেবভূমিকে। ঋষিকেশ ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য পারফেক্ট।
5 / 6
কেরালা: রীতি মেনে বিয়ে করবেন এবং প্রকৃতির কোলে ভালবাসা প্রকাশ করবেন ভাবছেন? তাহলে বেছে নিন কেরালার ব্যাকওয়াটারকে।
6 / 6
উদয়পুর: স্বপ্নের মতো সাজানো ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করলে উদয়পুরের রয়্যাল প্যালেসগুলি হল পারফেক্ট ডেস্টিনেশন।