Best Summer Destination: এপ্রিলের তপ্ত গরমেই বিন্দাস ঘুরে আসুন দেশের সেরা ৯ জায়গায়! দেখুন ছবিতে

Incredible India: এপ্রিল মানেই প্রখর গ্রীষ্মকাল। আর এই ঋতুতেই প্রকৃতির টান যেন আরও তীব্রভাবে প্রকাশ পায়। গ্রীষ্মকালে কোথাও একটু ঠান্ডার জায়গাতে যাওয়ার ইচ্ছে জাগে। তাই বরফাবৃত পাহাড়ের কোল যেন হাতছানি দেয়।

| Edited By: | Updated on: Apr 03, 2022 | 8:28 PM
শ্রীনগর: এপ্রিলে যদি যেতেই হয়, তাহলে দেশের সেরা জায়গাটিতে ঘুরে আসার প্ল্যান করুন। সু্দর সুন্দর পর্বকশ্রেনি, হাইকিং, খরস্রোতা নদীর স্রোত, মসজিদ ও অবিশ্বাস্য সব বাগান দেখার সুযোগ মিলবে এই মাসেই।

শ্রীনগর: এপ্রিলে যদি যেতেই হয়, তাহলে দেশের সেরা জায়গাটিতে ঘুরে আসার প্ল্যান করুন। সু্দর সুন্দর পর্বকশ্রেনি, হাইকিং, খরস্রোতা নদীর স্রোত, মসজিদ ও অবিশ্বাস্য সব বাগান দেখার সুযোগ মিলবে এই মাসেই।

1 / 9
আউলি- গরমের ছুটির গন্তব্য ও রোমান্টিক যাত্রার সবচেয়ে বেশি চাহিদার জায়গা হল আউলি। এপ্রিল মাসে ঠান্ডা বাতাবরণেই দেশের অন্যতম সেরা স্থান হিসেবে পরিচিত। বছরের এই সময়টি আউলি জুড়ে শুধু সাদা তুষার ও সবুজের মন্ত্রমুগ্ধ শোভা দেখতে পাবেন।

আউলি- গরমের ছুটির গন্তব্য ও রোমান্টিক যাত্রার সবচেয়ে বেশি চাহিদার জায়গা হল আউলি। এপ্রিল মাসে ঠান্ডা বাতাবরণেই দেশের অন্যতম সেরা স্থান হিসেবে পরিচিত। বছরের এই সময়টি আউলি জুড়ে শুধু সাদা তুষার ও সবুজের মন্ত্রমুগ্ধ শোভা দেখতে পাবেন।

2 / 9
পুদুচেরি- ১৯৫৪ সাল পর্যন্ত এই জায়গায় ফরাসিরা ঔপনিবেশিক বসতি গডে তুলেছিল। সৈকতের তীরে ফরাসি কলোনি ঘুরে দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। সবুজ পাহাড়ের কোলে শান্তিময় একটি সুন্দর করে সাজানো শহর।

পুদুচেরি- ১৯৫৪ সাল পর্যন্ত এই জায়গায় ফরাসিরা ঔপনিবেশিক বসতি গডে তুলেছিল। সৈকতের তীরে ফরাসি কলোনি ঘুরে দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। সবুজ পাহাড়ের কোলে শান্তিময় একটি সুন্দর করে সাজানো শহর।

3 / 9
লাক্ষাদ্বীপ- এপ্রিল মাসে দেখার জন্য লাক্ষাদ্বীপ অন্যতম সেরা জায়গা। নির্জন দ্বীপ যাঁদের হাতছানি দেয়, তারজন্য এখানে একান্তে ও পরিবারকে নিয়ে যাত্রা করতে পারেন।

লাক্ষাদ্বীপ- এপ্রিল মাসে দেখার জন্য লাক্ষাদ্বীপ অন্যতম সেরা জায়গা। নির্জন দ্বীপ যাঁদের হাতছানি দেয়, তারজন্য এখানে একান্তে ও পরিবারকে নিয়ে যাত্রা করতে পারেন।

4 / 9
 কাঞ্চিপুরম- পৃথিবীর সেরা হিন্দু মন্দিরগুলির আবাসস্থল এখানেই। কাঞ্চিপুরম হল সেই শহর যেখানে শিল্প, খাবার, পরিবার দ্বারা পরিচালিত ওয়ার্কশপ, শতাব্দী প্রাচীন স্থাপত্য-সহ সবচেয়ে অত্যাশ্চর্য ধর্মীয় স্মৃতিচিহ্নের জন্য বিখ্যাত!

কাঞ্চিপুরম- পৃথিবীর সেরা হিন্দু মন্দিরগুলির আবাসস্থল এখানেই। কাঞ্চিপুরম হল সেই শহর যেখানে শিল্প, খাবার, পরিবার দ্বারা পরিচালিত ওয়ার্কশপ, শতাব্দী প্রাচীন স্থাপত্য-সহ সবচেয়ে অত্যাশ্চর্য ধর্মীয় স্মৃতিচিহ্নের জন্য বিখ্যাত!

5 / 9
আলেপ্পি- ব্যাকওয়াটার ও হাউসবোটের শহর। গ্রীষ্মকালে আলেপ্পির প্রাণবন্ত ও রঙিন সৌন্দর্য ক্যামেরাবন্দি করে রাখাটাও  একটা রোমাঞ্চকর অনুভূতি। কেরালার রোম্যান্চিক রাজধানী হিসেবে আলেপ্পির জনপ্রিয়।

আলেপ্পি- ব্যাকওয়াটার ও হাউসবোটের শহর। গ্রীষ্মকালে আলেপ্পির প্রাণবন্ত ও রঙিন সৌন্দর্য ক্যামেরাবন্দি করে রাখাটাও একটা রোমাঞ্চকর অনুভূতি। কেরালার রোম্যান্চিক রাজধানী হিসেবে আলেপ্পির জনপ্রিয়।

6 / 9
সিমলা- রোম্যান্টিক ভ্রমণের পরিকল্পনা করে থাকলে সিমলা হল অন্যতম সেরা জায়গা। এপ্রিল মাসে সুন্দর ও মনোরম আবহাওয়া বিরাজ করে।

সিমলা- রোম্যান্টিক ভ্রমণের পরিকল্পনা করে থাকলে সিমলা হল অন্যতম সেরা জায়গা। এপ্রিল মাসে সুন্দর ও মনোরম আবহাওয়া বিরাজ করে।

7 / 9
স্পিতি উপত্যকা- শীতল মরুভূমি, পার্বত্য উপত্যকার নাম স্পিতি। এপ্রিল মাসে এখানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এই সময় এই উপত্যকার অপূর্ব সৌন্দর্যের সাক্ষী থাকতে পারবেন।

স্পিতি উপত্যকা- শীতল মরুভূমি, পার্বত্য উপত্যকার নাম স্পিতি। এপ্রিল মাসে এখানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এই সময় এই উপত্যকার অপূর্ব সৌন্দর্যের সাক্ষী থাকতে পারবেন।

8 / 9
গ্যাংটক- ঘরের কাছেই রয়েছে অসাধারণ একটি জায়গা। সিকিমের গ্যাংটক হল বাঙালির অন্যতম জনপ্রিয় স্থান। গ্যাংটকের সুন্দর প্রাকৃতিক ও পার্বত্য দৃশ্য গ্রীষ্মের সময়ই দেখা মেলে।

গ্যাংটক- ঘরের কাছেই রয়েছে অসাধারণ একটি জায়গা। সিকিমের গ্যাংটক হল বাঙালির অন্যতম জনপ্রিয় স্থান। গ্যাংটকের সুন্দর প্রাকৃতিক ও পার্বত্য দৃশ্য গ্রীষ্মের সময়ই দেখা মেলে।

9 / 9
Follow Us: