TV9 Bangla Digital | Edited By: megha
Jan 12, 2023 | 11:14 AM
বেশিরভাগ মানুষের ধারণা গরম পড়লে রক্তচাপ বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা কমলেও রক্তচাপ বাড়ে। অর্থাৎ শীতেও উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
উচ্চ রক্তচাপের সমস্যায় স্বাস্থ্যের খেয়াল রাখা জরুরি। তার সঙ্গে ডায়েটের দিকেও নজর দিতে হবে। এমন বেশ কিছু শীতকালীন খাবার রয়েছে, যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
শীতের মুলো স্বাস্থ্যের জন্য উপকারী। মুলোর মধ্যে পটাশিয়াম রয়েছে যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আপনি মুলোর পরোটা, তরকারি বানিয়ে খেতে পারেন। কিংবা স্যালাদেও মিশিয়ে মুলো খেতে পারেন।
শীতের খাবার খুবই স্বাস্থ্যকর। গাজরের মধ্যেও পটাশিয়াম, রয়েছে যা রক্তনালী এবং ধমনীতে উত্তেজনা কমাতে সাহায্য করে। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। গাজরের যে কোনও পদ খেয়েই আপনি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
শীতের মরশুমে তাজা মেথি শাক পাওয়া যায়। মেথি শাকে দ্রবণীয় ফাইবার এবং কম পরিমাণে সোডিয়াম রয়েছে। এটি উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
পালং শাক সুপারফুড। এতে বেশ ভাল পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং লুটেইন রয়েছে। এটি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। তাই শীতের পাতে এই খাবার রাখুন।
বিটরুট কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এতে ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি রক্তাল্পতার ঝুঁকি কমায় এই খাবার।