Bhai Dooj 2021: কাল ভাইফোঁটা! কী উপহার দেবেন ভাই-বোনকে?

TV9 Bangla Digital | Edited By: aryama das

Nov 05, 2021 | 6:14 PM

রাত পোহালেই ভাইফোঁটা। এই দিনে ভাই-বোনের মধ্যে উপহার বিনিময়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কী উপহার দেবেন এখনও ভেবে উঠতে পারছেন না? আপনার জন্য রইল কিছু উপহারের হদিশ...

1 / 5
১) এটি ভাইফোঁটার জন্য একেবারেই সঠিক একটি উপহার। আপনার ভাইবোনকে প্রচুর মিষ্টি এবং গণেশের একটি ছোট্ট মূর্তি উপহার দিতে পারেন।

১) এটি ভাইফোঁটার জন্য একেবারেই সঠিক একটি উপহার। আপনার ভাইবোনকে প্রচুর মিষ্টি এবং গণেশের একটি ছোট্ট মূর্তি উপহার দিতে পারেন।

2 / 5
২) এই ভাইফোঁটায় একটা বিশেষ কার্ডে আপনার ভাইবোন আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা লিখে উপহার এবং গৌতম বুদ্ধের একটি শো-পিস দিন সঙ্গে।

২) এই ভাইফোঁটায় একটা বিশেষ কার্ডে আপনার ভাইবোন আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা লিখে উপহার এবং গৌতম বুদ্ধের একটি শো-পিস দিন সঙ্গে।

3 / 5
৩) আপনি আপনার ভাইবোনের ছবি প্রিন্ট করে কাঁচের বোতলে লাগিয়ে ফেয়ারি লাইট দিয়ে সাজাতে পারেন। যতবার তাঁরা দেখবে, ততবারই তাঁরা আপনাকে মনে করবে।

৩) আপনি আপনার ভাইবোনের ছবি প্রিন্ট করে কাঁচের বোতলে লাগিয়ে ফেয়ারি লাইট দিয়ে সাজাতে পারেন। যতবার তাঁরা দেখবে, ততবারই তাঁরা আপনাকে মনে করবে।

4 / 5
৪) একগুচ্ছ লাল গোলাপ এবং একটি সফ্ট টয়ের চেয়ে বেশি কিছুই আর আপনার বোনের জন্য সেরা উপহার হতে পারে না।

৪) একগুচ্ছ লাল গোলাপ এবং একটি সফ্ট টয়ের চেয়ে বেশি কিছুই আর আপনার বোনের জন্য সেরা উপহার হতে পারে না।

5 / 5
৫) তাদের জানাতে দিন যে আপনি তাদের সম্পর্কে যত্নশীল। ভাইবোনদের ইন্ডোর প্ল্যান্ট উপহার দিন যা তাঁদের শ্বাস নেওয়ার বাতাসকে বিশুদ্ধ করবে।

৫) তাদের জানাতে দিন যে আপনি তাদের সম্পর্কে যত্নশীল। ভাইবোনদের ইন্ডোর প্ল্যান্ট উপহার দিন যা তাঁদের শ্বাস নেওয়ার বাতাসকে বিশুদ্ধ করবে।

Next Photo Gallery