Bhai Dooj 2021: কাল ভাইফোঁটা! কী উপহার দেবেন ভাই-বোনকে?
TV9 Bangla Digital | Edited By: aryama das
Nov 05, 2021 | 6:14 PM
রাত পোহালেই ভাইফোঁটা। এই দিনে ভাই-বোনের মধ্যে উপহার বিনিময়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কী উপহার দেবেন এখনও ভেবে উঠতে পারছেন না? আপনার জন্য রইল কিছু উপহারের হদিশ...
1 / 5
১) এটি ভাইফোঁটার জন্য একেবারেই সঠিক একটি উপহার। আপনার ভাইবোনকে প্রচুর মিষ্টি এবং গণেশের একটি ছোট্ট মূর্তি উপহার দিতে পারেন।
2 / 5
২) এই ভাইফোঁটায় একটা বিশেষ কার্ডে আপনার ভাইবোন আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা লিখে উপহার এবং গৌতম বুদ্ধের একটি শো-পিস দিন সঙ্গে।
3 / 5
৩) আপনি আপনার ভাইবোনের ছবি প্রিন্ট করে কাঁচের বোতলে লাগিয়ে ফেয়ারি লাইট দিয়ে সাজাতে পারেন। যতবার তাঁরা দেখবে, ততবারই তাঁরা আপনাকে মনে করবে।
4 / 5
৪) একগুচ্ছ লাল গোলাপ এবং একটি সফ্ট টয়ের চেয়ে বেশি কিছুই আর আপনার বোনের জন্য সেরা উপহার হতে পারে না।
5 / 5
৫) তাদের জানাতে দিন যে আপনি তাদের সম্পর্কে যত্নশীল। ভাইবোনদের ইন্ডোর প্ল্যান্ট উপহার দিন যা তাঁদের শ্বাস নেওয়ার বাতাসকে বিশুদ্ধ করবে।