Amitabh Bachchan: সাফল্যের চূড়ায় এখনও একটাই নাম! জ্যোতিষে বিশ্বাসী অমিতাভের হাত রয়েছে কটি রত্ন?

Big B Birthday: ৮০ বছর বয়সেও ৮ বছরের মত সক্রিয়, পরিশ্রমী, চঞ্চল। হিন্দি সিনেমার মেগাস্টার কে? সারা ভারতে একটা নামই উচ্চারিত হবে। অমিতাভ বচ্চন।

| Edited By: | Updated on: Oct 11, 2022 | 6:22 PM
আজ তাঁর ৮০তম জন্মদিন। সিনেমা জগতের কাছে তিনি নিজেকে এখনও শিক্ষার্থী বলে মনে করেন ঠিকই, কিন্তু নতুন প্রজন্মের অভিনেতা ও অভিনেত্রীদের কাছে তিনি চলচ্চিত্রের মহানায়ক!

আজ তাঁর ৮০তম জন্মদিন। সিনেমা জগতের কাছে তিনি নিজেকে এখনও শিক্ষার্থী বলে মনে করেন ঠিকই, কিন্তু নতুন প্রজন্মের অভিনেতা ও অভিনেত্রীদের কাছে তিনি চলচ্চিত্রের মহানায়ক!

1 / 7
দীর্ঘ বছর ধরে একনাগাড়ে দর্শকদের বিনোদন দিয়ে আসা এই অভিনেতা এই বয়সে এসেও সমান সক্রিয়। যার কন্ঠ গোটা ভারতবাসীর কাছে অনুপ্রেরণার, যাঁর লুক ক্যারিশ্মার অন্য অবতার বলে মনে করা হয়, আজ তাঁকে নিয়েই চলছে সেলিব্রেশন।

দীর্ঘ বছর ধরে একনাগাড়ে দর্শকদের বিনোদন দিয়ে আসা এই অভিনেতা এই বয়সে এসেও সমান সক্রিয়। যার কন্ঠ গোটা ভারতবাসীর কাছে অনুপ্রেরণার, যাঁর লুক ক্যারিশ্মার অন্য অবতার বলে মনে করা হয়, আজ তাঁকে নিয়েই চলছে সেলিব্রেশন।

2 / 7
স্টারডম, গ্ল্যামারের মধ্য়েও উঁকি মারে বিগ বি-র কেরিয়ারের সেই অন্ধকারময় সময়। একের পর এক ছবি ফ্লপ, কন্ঠের ভারে রিজেক্ট হওয়ার পর অবশেষে টার্নিং পয়েন্টে তিনি সাফল্যের চূড়ায়। সেই চূড়া থেকে এখনও তাঁকে ধরাশায়ী করা যায়নি।

স্টারডম, গ্ল্যামারের মধ্য়েও উঁকি মারে বিগ বি-র কেরিয়ারের সেই অন্ধকারময় সময়। একের পর এক ছবি ফ্লপ, কন্ঠের ভারে রিজেক্ট হওয়ার পর অবশেষে টার্নিং পয়েন্টে তিনি সাফল্যের চূড়ায়। সেই চূড়া থেকে এখনও তাঁকে ধরাশায়ী করা যায়নি।

3 / 7
চলচ্চিত্র ছাড়া বিজ্ঞাপন, রিয়ালিটি শোয়ের মত কাজও তিনি করে চলেছেন। দর্শকদের সঙ্গে এমনভাবেই যুক্ত , তাঁকে আলাদা করাও ব্যর্থ চেষ্টা। কেরিয়ারের শুরুতে ব্যর্থতা কাটিয়ে ভারতীয় সিনেমা জগতে এক উচ্চতায় পৌঁছে গিয়েছেন। জ্যোতিষে বিশ্বাস অমিতাভ কেরিয়ারের উন্নতির জন্য নিজেই নিজের আঙুলে পরে নিয়েছিলেন নীলা রত্ন।  বলিউডে নিজের ছাপ রাখতে জ্যোতিষশাস্ত্রের উপর প্রচুর বিশ্বাস করেন এই বড়মাপের অভিনেতাও।

চলচ্চিত্র ছাড়া বিজ্ঞাপন, রিয়ালিটি শোয়ের মত কাজও তিনি করে চলেছেন। দর্শকদের সঙ্গে এমনভাবেই যুক্ত , তাঁকে আলাদা করাও ব্যর্থ চেষ্টা। কেরিয়ারের শুরুতে ব্যর্থতা কাটিয়ে ভারতীয় সিনেমা জগতে এক উচ্চতায় পৌঁছে গিয়েছেন। জ্যোতিষে বিশ্বাস অমিতাভ কেরিয়ারের উন্নতির জন্য নিজেই নিজের আঙুলে পরে নিয়েছিলেন নীলা রত্ন। বলিউডে নিজের ছাপ রাখতে জ্যোতিষশাস্ত্রের উপর প্রচুর বিশ্বাস করেন এই বড়মাপের অভিনেতাও।

4 / 7
হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়ছেন, যাঁরা জ্যোতিষে প্রবল রকম বিশ্বাস করেন। তাঁদের মধ্যে অমিতাভ বচ্চনও অন্যতম। শুধু নিজেই নন, পরিবারের সকলেই জ্য়োতিষের প্রতি বিশ্বাস রয়েছে। বিগ বি ছাড়াও অভিষেক, ঐশ্বর্যার হাতেও রয়েছে নীলা ও রূপোর আংটি।

হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়ছেন, যাঁরা জ্যোতিষে প্রবল রকম বিশ্বাস করেন। তাঁদের মধ্যে অমিতাভ বচ্চনও অন্যতম। শুধু নিজেই নন, পরিবারের সকলেই জ্য়োতিষের প্রতি বিশ্বাস রয়েছে। বিগ বি ছাড়াও অভিষেক, ঐশ্বর্যার হাতেও রয়েছে নীলা ও রূপোর আংটি।

5 / 7
অনেক ইভেন্ট বা শোয়ে অমিতাভ বচ্চনের হাতে নীলার আংটি পরতে দেখা গিয়েছে। শ্যুটিংয়ের সময় চরিত্রের প্রয়োজনে খুলে রাখেন। তাঁর বিশ্বাস , এই সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠার পিছনে জ্যোতিষের বড় হাত রয়েছে। শোনা যায়, কঠিন পরিস্থিতিতে এক মহান জ্যোতিষীর পরামর্শে নীলা ধারণ করে জীবনের মোড় ঘুরে গিয়েছিল।

অনেক ইভেন্ট বা শোয়ে অমিতাভ বচ্চনের হাতে নীলার আংটি পরতে দেখা গিয়েছে। শ্যুটিংয়ের সময় চরিত্রের প্রয়োজনে খুলে রাখেন। তাঁর বিশ্বাস , এই সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠার পিছনে জ্যোতিষের বড় হাত রয়েছে। শোনা যায়, কঠিন পরিস্থিতিতে এক মহান জ্যোতিষীর পরামর্শে নীলা ধারণ করে জীবনের মোড় ঘুরে গিয়েছিল।

6 / 7
শুধু নীলকান্তমণি নয়, অন্যহাতে পান্নাও রয়েছে। দুটি রত্নের উপর রয়েছে দৃঢ বিশ্বাস। এছাড়া তিনি কিছু কুসংস্কারেও বিশ্বাসী। তিনি কখনও লাইভ ভারতের ম্যাচ দেখেন না। কারণ তাঁর বিশ্বাস , তিনি দেখলেই ভারতের পর পর উইকেট পড়ে ম্য়াচ হেরে যাবে। তাই তিনি রেকর্ড করা ম্য়াচ দেখেন।

শুধু নীলকান্তমণি নয়, অন্যহাতে পান্নাও রয়েছে। দুটি রত্নের উপর রয়েছে দৃঢ বিশ্বাস। এছাড়া তিনি কিছু কুসংস্কারেও বিশ্বাসী। তিনি কখনও লাইভ ভারতের ম্যাচ দেখেন না। কারণ তাঁর বিশ্বাস , তিনি দেখলেই ভারতের পর পর উইকেট পড়ে ম্য়াচ হেরে যাবে। তাই তিনি রেকর্ড করা ম্য়াচ দেখেন।

7 / 7
Follow Us: