ধূসর প্যান্ট, উপরে ব্লেজার। গায়ে উইম্বলডনের ট্রেডমার্ক দুধ সাদা শার্ট। কাঁচাপাকা দাড়ি আর স্টাইলিশ চশমায় অনুরাগীদের মনে ঝড় তুললেন এম এস ধোনি। কে বলবে চল্লিশের কোঠা পার করে ৪১-এ পড়লেন তিনি। (ছবি:টুইটার)
মাল্টি স্পোর্টস লাভার ধোনি। ফুটবল, গল্ফ, শুটিং, টেনিসে হাত পাকিয়েছেন। অবসরের পর থেকে টেনিসে পুরোপুরি মনোযোগী তিনি। রাঁচির জেএসসিএ টেনিস অ্যাকাডেমির কোচ ধোনির বন্ধু। প্রায়ই ব়্যাকেট হাতে নেমে পড়েন।(ছবি:টুইটার)
২০১৮ সালে রাঁচির একটি স্থানীয় টেনিস টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। পুরুষদের ডাবলসে নেমে ট্রফিও জেতেন।(ছবি:টুইটার)
নাদাল না ফেডেরার? ধোনির ফেভারিট টেনিস খেলোয়াড় কে জানেন? বছরের পর বছর ধরে লাল মাটির সম্রাট রাফায়েল নাদালের খেলা দেখে আসছেন। স্প্যানিশ টেনিস মায়েস্ত্রোর বড় ফ্যান ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। রাফার হার-না মানা মনোভাব মাহির সবচেয়ে পছন্দের।(ছবি:টুইটার)