Bangla News Photo gallery Blockbuster movies that kareena kapoor khan rejected fell into kangana ranaut deepika padukones kitty
করিনার প্রত্যাখ্যান করা এই ৬ ছবি দিয়েই ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন কঙ্গনা-দীপিকারা
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Aug 29, 2021 | 9:51 AM
দেখে নিনি করিনার কেরিয়ারের এমন কিছু ছবি যা তিনি প্রত্যাখ্যান করার পর অফার করা হয়েছিল অন্য বলি নায়িকাকে। এবং প্রতিটি ছবিই হয়েছিল সুপারহিট...। আপসোস কি হয়েছিল করিনার? রইল তালিকা...
1 / 7
ইন্ডাস্ট্রিতে ছবি প্রত্যাখ্যান করে দেওয়ার ব্যাপারে করিনা কাপুরের বেশ নামডাক রয়েছে। চিত্রনাট্য নাকি তাঁর পছন্দই হয় না। এমনও রেকর্ড রয়েছে শুটিং শুরু করেও মাঝপথে বেরিয়ে এসেছেন তিনি। দেখে নিনি করিনার কেরিয়ারের এমন কিছু ছবি যা তিনি প্রত্যাখ্যান করার পর অফার করা হয়েছিল অন্য বলি নায়িকাকে। এবং প্রতিটি ছবিই হয়েছিল সুপারহিট...। আপসোস কি হয়েছিল করিনার? রইল তালিকা...
2 / 7
কুইন ছবিতে কঙ্গনার অভিনয় আজও সকলের মনে আছে। এই ছবির অফার গিয়েছিল করিনার কাছেই। তিনি না করে দেন।
3 / 7
কাল হো না ছবিতে অভিনয়ের জন্য করণ জোহর প্রথম অফার দিয়েছিলেন করিনাকে। কিন্তু পারিশ্রমিক নিয়ে সন্তুষ্ট ছিলেন না করিনা। তাই প্রিয় বন্ধু করনের ছবিকেও না করে দেন তিনি।
4 / 7
রামলীলা অন্যতম সুপারহিট। সঞ্জয় লীলার ওই ছবিতে লীলার ওই চরিত্র আগে অফার করা হয় করিনাকে। কিন্তু করিনা করেননি। তিনি জানিয়েছিলেন চরিত্রটি তাঁর মনে দাগ কাটতে পারেনি।
5 / 7
ডেটের সমস্যার জন্য রোহিত শেট্টির চেন্নাই এক্সপ্রেসে অভিনয় করতে পারেননি করিনা। সেই চরিত্রের অফার যায় দীপিকার কাছে।
6 / 7
শুটিং শুরু করে দিলেও কহো না প্যায়ার হ্যায় ছবি থেকে স্বরে আসেন করিনা। চলে যান রিফিউজি ছবির শুটিং করতে।
7 / 7
অতীতেও একবার ভন্সালীর অফার ফিরিয়ে দিয়েছিলেন করিনা। হাম দিল দে চুকে সনম ছবিতে সলমনের বিপরীতে ভাবা হয়েছিল তাঁকে। যদিও করিনা এবারেও না-ই বলেছিলেন।