Premier League: ১০ জনের চেলসিকে হারাতে ব্যর্থ লিভারপুল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 29, 2021 | 12:46 PM

অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে শেষমেশ চেলসির (Chelsea) কাছে হারের মুখ থেকে দলকে বাঁচিয়েছেন মহম্মদ সালাহ। গতবারের চ্যাম্পিয়নরা শুরু থেকেই গতির সদব্যবহার করতে থাকে। বল দখলে পিছিয়ে ছিল না লিভারপুলও (Liverpool)। গোল খেয়েও চেষ্টা চালিয়ে যায়। তবে শিকে ছিড়ছিল না। তবে প্রথমার্ধের সংযুক্ত সময়ে তুচেলের দলের জেমস লাল কার্ড দেখার পরই পেনাল্টি থেকে গোল করেন মিশরের রাজপুত্র। দ্বিতীয়ার্ধে ১০ জনের চেলসিকে আর গোল খাওয়াতে পারেনি লিভারপুল। ফলে ম্যাচ শেষ হয় ড্র দিয়েই।

1 / 4
ম্যাচের শুরুতে ২২ মিনিটে কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় চেলসি। (সৌজন্যে-চেলসি টুইটার)

ম্যাচের শুরুতে ২২ মিনিটে কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় চেলসি। (সৌজন্যে-চেলসি টুইটার)

2 / 4
 প্রথমার্ধে ঘরের মাঠে ১-০ গোলে পিছিয়ে শেষ করে লিভারপুল। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

প্রথমার্ধে ঘরের মাঠে ১-০ গোলে পিছিয়ে শেষ করে লিভারপুল। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

3 / 4
প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+৩) লাল কার্ড দেখেন চেলসির রিস জেমস। (সৌজন্যে-চেলসি টুইটার)

প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+৩) লাল কার্ড দেখেন চেলসির রিস জেমস। (সৌজন্যে-চেলসি টুইটার)

4 / 4
১০ জনের চেলসি হওয়ার ঠিক পরেই (৪৫+৫) পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান মহম্মদ সালাহ। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

১০ জনের চেলসি হওয়ার ঠিক পরেই (৪৫+৫) পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান মহম্মদ সালাহ। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

Next Photo Gallery