Blouse fashion: বিয়ের মরসুমে শাড়ির সঙ্গে ট্রেন্ডি ডিজাইনের ব্লাউজ কেমন হবে, ভেবেছেন কখনও?

Wedding Season: বিয়ের মরসুম মানেই সুন্দর সুন্দর ফ্যাশনেবল পোশাক, ম্যাচিং অ্যাকসেসারিক, গ্ল্যামারাস মেকআপ। নিজের বিয়ে বা বিয়ের অনুষ্ঠান, যেখানেই হোক না কেন, ডিজাইনার পোশাকের ট্রেন্ড এখন সবচেয়ে বেশি।

| Edited By: | Updated on: Nov 24, 2022 | 8:00 PM
শাড়ির প্রতি ভারতীয় মহিলাদের আলাদা নজর থাকে। বিয়ে, ককটেল পার্টি, জন্মদিন, ব্রাঞ্চ বা পারিবারিক অনুষ্ঠানে শাড়ির কোনও বিকল্প নেই ।

শাড়ির প্রতি ভারতীয় মহিলাদের আলাদা নজর থাকে। বিয়ে, ককটেল পার্টি, জন্মদিন, ব্রাঞ্চ বা পারিবারিক অনুষ্ঠানে শাড়ির কোনও বিকল্প নেই ।

1 / 7
শাড়ির সঙ্গে এখন ডিজাইনার ব্লাউজ তৈরি করার প্রবণতা সবচেয়ে বেশি। সিম্পল শাড়ির সঙ্গে হেভি-স্টিচড বা ডিজাইনার ব্লাউজ পরলে সাজটাতেই অন্য মাত্রা পাওয়া যায়।শাড়ির সঙ্গে কেমন ডিজাইনের ব্লাউজ বানাবেন, কেমন বানালে সকলের নজর পড়বে, তার কিছু টিপস এখানে জেনে নিন...

শাড়ির সঙ্গে এখন ডিজাইনার ব্লাউজ তৈরি করার প্রবণতা সবচেয়ে বেশি। সিম্পল শাড়ির সঙ্গে হেভি-স্টিচড বা ডিজাইনার ব্লাউজ পরলে সাজটাতেই অন্য মাত্রা পাওয়া যায়।শাড়ির সঙ্গে কেমন ডিজাইনের ব্লাউজ বানাবেন, কেমন বানালে সকলের নজর পড়বে, তার কিছু টিপস এখানে জেনে নিন...

2 / 7
ইনফিনিটি ব্লাউজ: অত্যন্ত ট্রেন্ডি ও সবচেয়ে আকর্ষণীয় বোল্ড ব্লাউজগুলির মধ্যে একটি। আলিয়া ভাট, অনন্যা পান্ডের মত বলিউডের তারকাদের প্রথম পছন্দ ইনফিনিটি ব্লাউজ। গ্রামের মেয়েরা এই ধরনের ব্লাউজ পরতেন। সেই ডিজাইনই এখন ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে। বোল্ড, নান্দনিক, ও অসাধারণ ডিজাইনের ব্লাউজ এখন সকলের পছন্দ।  শাড়ি বা লেহেঙ্গার সঙ্গে এই ইনফিনিটি ব্লাউজ পরতে পারেন।

ইনফিনিটি ব্লাউজ: অত্যন্ত ট্রেন্ডি ও সবচেয়ে আকর্ষণীয় বোল্ড ব্লাউজগুলির মধ্যে একটি। আলিয়া ভাট, অনন্যা পান্ডের মত বলিউডের তারকাদের প্রথম পছন্দ ইনফিনিটি ব্লাউজ। গ্রামের মেয়েরা এই ধরনের ব্লাউজ পরতেন। সেই ডিজাইনই এখন ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে। বোল্ড, নান্দনিক, ও অসাধারণ ডিজাইনের ব্লাউজ এখন সকলের পছন্দ। শাড়ি বা লেহেঙ্গার সঙ্গে এই ইনফিনিটি ব্লাউজ পরতে পারেন।

3 / 7
ডিপ ভি-নেক ব্লাউজ- সেলেব্রিটি থেকে বিয়ের কনে, এই ডিজাইনের ব্লাউজ পরতে পছন্দ করেন। ককটেল পার্টিতে যদি শাড়ি পরতে চান তাহলে এই ধরনের স্টাইলিশ ব্লাউজের কোনও বিকল্প আর হয় না। লম্বা ও স্লিম চেহারার হলে এই ব্লাউজের ডিজাইন এড়িয়ে চলুন। চওড়া কাঁধ. মোটা গলা বা ভারী বক্ষ হলে ডিপ ভি-নেক ব্লাউজ সেরা। যাদের ঘাড় ছোট, তাদেরকেও ভাল মানাবে।

ডিপ ভি-নেক ব্লাউজ- সেলেব্রিটি থেকে বিয়ের কনে, এই ডিজাইনের ব্লাউজ পরতে পছন্দ করেন। ককটেল পার্টিতে যদি শাড়ি পরতে চান তাহলে এই ধরনের স্টাইলিশ ব্লাউজের কোনও বিকল্প আর হয় না। লম্বা ও স্লিম চেহারার হলে এই ব্লাউজের ডিজাইন এড়িয়ে চলুন। চওড়া কাঁধ. মোটা গলা বা ভারী বক্ষ হলে ডিপ ভি-নেক ব্লাউজ সেরা। যাদের ঘাড় ছোট, তাদেরকেও ভাল মানাবে।

4 / 7
বিকিনি ব্লাউজ- সম্প্রতি এই স্টাইলের ব্লাউজেক চাহিদা সবচেয়ে বেশি। ফ্যাশনেবল ডিজাইনার ব্লাউজের মধ্যে বিকিনি ব্লাউজ হল সেলেব্রিটিদের প্রথম পছন্দ। মাইক্রো ব্লাউজ, ব্রালেট নামেও পরিচিতি এটি। বিয়ের মরসুমে যদি বোল্ড ও সাহসী লুকে দেখতে চান তাহলে চোলি বা ব্লাউজের ডিজাইন এমনটা করতে পারেন। সিফন শাড়ির সঙ্গে দারুণ ডিজাইনের এই ব্লাউজ পরে ককটেল পার্টি, ব্যাচেলর পার্টিতেও যোগ দিতে পারেন।

বিকিনি ব্লাউজ- সম্প্রতি এই স্টাইলের ব্লাউজেক চাহিদা সবচেয়ে বেশি। ফ্যাশনেবল ডিজাইনার ব্লাউজের মধ্যে বিকিনি ব্লাউজ হল সেলেব্রিটিদের প্রথম পছন্দ। মাইক্রো ব্লাউজ, ব্রালেট নামেও পরিচিতি এটি। বিয়ের মরসুমে যদি বোল্ড ও সাহসী লুকে দেখতে চান তাহলে চোলি বা ব্লাউজের ডিজাইন এমনটা করতে পারেন। সিফন শাড়ির সঙ্গে দারুণ ডিজাইনের এই ব্লাউজ পরে ককটেল পার্টি, ব্যাচেলর পার্টিতেও যোগ দিতে পারেন।

5 / 7
হল্টার নেক ব্লাউজ- গ্ল্যামারাস শব্দটি বোধহয় এই স্টাইলের ব্লাউজের সঙ্গেই যায়। হল্টার নেক ব্লাউজ বলিউডের তারকাদের কাছে বেশ পছন্দের। শাড়ি পরে যদি সেক্সি লুক আনতে চান তাহলে হল্টার নেক ব্লাউজ বানাতে পারেন। শুধু তাই নয় এই ব্লাউজ পরলে অনেকসময় স্লিমও দেখায়। অনেকসময় শাড়ি গ্লাযামার্স না হলেও ডিজাইনার ব্লাউজেই তা মেকআপ দেওয়া যায়।

হল্টার নেক ব্লাউজ- গ্ল্যামারাস শব্দটি বোধহয় এই স্টাইলের ব্লাউজের সঙ্গেই যায়। হল্টার নেক ব্লাউজ বলিউডের তারকাদের কাছে বেশ পছন্দের। শাড়ি পরে যদি সেক্সি লুক আনতে চান তাহলে হল্টার নেক ব্লাউজ বানাতে পারেন। শুধু তাই নয় এই ব্লাউজ পরলে অনেকসময় স্লিমও দেখায়। অনেকসময় শাড়ি গ্লাযামার্স না হলেও ডিজাইনার ব্লাউজেই তা মেকআপ দেওয়া যায়।

6 / 7
হাই-নেক ব্লাউজ- ফ্য়াশনের দিক থেকে এই স্টাইলের ব্লাউজের কদর আগাগোড়া। সার্টিন, ব্লিঙ্গি পার্টি শাড়ির সঙ্গে এই ধরনের ব্লাউজ পরতে পারেন। নেট বা ট্রান্সপারেন্ট ফেব্রিকের সঙ্গে গ্ল্যামারাস লুকে ব্লাউজ তৈরি করতে পারেন।

হাই-নেক ব্লাউজ- ফ্য়াশনের দিক থেকে এই স্টাইলের ব্লাউজের কদর আগাগোড়া। সার্টিন, ব্লিঙ্গি পার্টি শাড়ির সঙ্গে এই ধরনের ব্লাউজ পরতে পারেন। নেট বা ট্রান্সপারেন্ট ফেব্রিকের সঙ্গে গ্ল্যামারাস লুকে ব্লাউজ তৈরি করতে পারেন।

7 / 7
Follow Us: