Bangla News Photo gallery Bollywood actress Deepika Padukone suddenly fell ill, leaving many stars like her have worried fans by getting sick
Health Of Bollywood Stars: দীপিকা, সামান্থার মতো অনেক তারকারাই এমন হঠাৎ অসুস্থ হয়ে চিন্তায় ফেলেন ভক্তদের
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Sep 29, 2022 | 8:35 AM
Health Of Bollywood Stars: দীপিকা অসুস্থ, কয়েক মাসের মধ্যে দুইবার। সামান্থাও শোনা যাচ্ছে অসুস্থতার কারণে বিদেশের যাচ্ছেন চিকিৎসার জন্য। অনেকেই মনে করেন অত্যধিক শরীর সচেতন হতে গিয়ে এমন অসুস্থতা বাড়ছে তারকাদের।
1 / 6
সোমবার রাতে হঠাৎ অস্বস্তিবোধ করায় দীপিকা পাডুকোণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাস দুই আগেও দীপিকা প্রজেক্ট কে ছবির শুটিং করার সময় অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি সুস্থ। যদিও অভিনেত্রীর তরফ থেকে কোনও খবর ভক্তদের দেওয়া হয়নি কী হয়েছিল তাঁর। অনেকেই মনে করছেন অত্যধিক শরীর সচেতন হতে গিয়ে এমন অসুস্থ হয়ে পড়ছেন দীপিকা।
2 / 6
সামান্থ রুথ প্রভু হঠাৎ সোশ্যাল মিডিয়া, জনসমক্ষে আসা বন্ধ করে দেন। এই নিয়ে চিন্তায় পড়েন তাঁর ভক্তরা। নানা রকম জল্পনা চলতে থাকে। শোনা গিয়েছে, তিনি কোনও স্কিন সমস্যার সম্মুখীন হয়েছেন। যার জন্য বিদেশে চিকিৎসা করাতে যাচ্ছেন। যদিও সামান্থার তরফ থেকে কোনও খবর দেওয়া হয়নি।
3 / 6
অমিতাভ বচ্চন সম্প্রতি কোভিড আক্রান্ত হন। তিনি অবশ্য ভক্তদের চিন্তায় ফেলেননি। জানিয়েছেন সকলকে, সঙ্গে এই সময়ের মধ্যে যাঁরা তাঁর সংর্স্পশে এসেছেন, তাঁদেরও সচেতন করেছেন। এই প্রথম নয়, তিনি এর আগেও কোভিড পজিটিভ হন। কুলি ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পান বিগ বি। তারপর থেকে তাঁকে শরীর নিয়ে সাবধানে থাকতে হয়।
4 / 6
মনিরত্নমের ছবি পোনিয়িন সেলভান-১ মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর। এই ছবির প্রচার করছেন তিনি গত কয়েকমাস ধরে। এর মাঝেই তাঁর প্রবল জ্বর হয়। তাঁকা হাসপাতে পর্যন্ত ভর্তি করতে হয়। সেখানে তাঁর কোভিড টেস্ট হয়, তবে নেগেটিভ আসে রিপোর্ট।
5 / 6
পোনিয়িন সেলভান-১ ছবির নায়ক চিয়ান বিক্রমও ছবির প্রচারে ব্যস্ত। তার মাঝেই কয়েক মাস আগে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর অ্যানজিওগ্রাম করা হয়। পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু রিপোর্ট সম্পর্কে জানা যায়নি।
6 / 6
রজনীকান্ত গত বছর হাসপাতালে ভর্তি হন, কারণ তাঁর মাথায় রক্তচলাচল কম হচ্ছিল। তাঁর অপারেশন করে মস্তিষ্কে রক্ত সরবরাহ করে তিন দিন পর ছেড়ে দেওয়া হয়।