Mallika Speaks: জানি না কীভাবে নিজের ‘সেক্স সিম্বল’ ভাবমূর্তি পাল্টাব আমি: মল্লিকা শেরাওয়াত

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 25, 2022 | 7:51 PM

Murder Actress: তিনি 'সেক্স সিম্বল'। অন্তত লোকে তাই মনে করেন মল্লিকা শেরাওয়াতকে।

1 / 6
বলিউডের ইঁদুর দৌড় থেকে নিজেকে অনেকটাই দূরে রেখেছেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। খবরে থাকার জন্য পিআরদের কৌশলে থাকেন না তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতে কাজ করেন। সময় পেলে নিজের মতো থাকেন। ব্যস, এটাই মল্লিকার জীবন।

বলিউডের ইঁদুর দৌড় থেকে নিজেকে অনেকটাই দূরে রেখেছেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। খবরে থাকার জন্য পিআরদের কৌশলে থাকেন না তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতে কাজ করেন। সময় পেলে নিজের মতো থাকেন। ব্যস, এটাই মল্লিকার জীবন।

2 / 6
সম্প্রতি এক সাক্ষাৎকারে মল্লিকা জানিয়েছেন, তিনি পিআরদের সঙ্গে যোগাযোগে নেই। তিনি নিজের কথা নিজে মুখে বলতেই বেশি পছন্দ করেন। তিনি সৎ। সেই কারণে অনেক বিপদেও পড়েন। অন্যে কী করছেন, কিংবা তাঁদের পিআররা কী করছেন, তা নিয়ে মাথা ব্যথা নেই মল্লিকার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মল্লিকা জানিয়েছেন, তিনি পিআরদের সঙ্গে যোগাযোগে নেই। তিনি নিজের কথা নিজে মুখে বলতেই বেশি পছন্দ করেন। তিনি সৎ। সেই কারণে অনেক বিপদেও পড়েন। অন্যে কী করছেন, কিংবা তাঁদের পিআররা কী করছেন, তা নিয়ে মাথা ব্যথা নেই মল্লিকার।

3 / 6
যেহেতু অন্যান্য অভিনেতাদের মতো সোশ্যাল মিডিয়ার খেলায় থাকেন না, তাই বিষয়গুলোকে পাত্তাও দেন না। সোশ্যাল মিডিয়া পছন্দ করেন না তিনি। বলেছেন, "আমি সোশ্যাল মিডিয়া পছন্দ করি না। আমি সেটাকে অত্যন্ত অপছন্দ করি। ইন্টারনেটেও আমি নেই। খালি মনে হয় সেখানে প্রচুর নেতিবাচকতা ছড়িয়ে রয়েছে।"

যেহেতু অন্যান্য অভিনেতাদের মতো সোশ্যাল মিডিয়ার খেলায় থাকেন না, তাই বিষয়গুলোকে পাত্তাও দেন না। সোশ্যাল মিডিয়া পছন্দ করেন না তিনি। বলেছেন, "আমি সোশ্যাল মিডিয়া পছন্দ করি না। আমি সেটাকে অত্যন্ত অপছন্দ করি। ইন্টারনেটেও আমি নেই। খালি মনে হয় সেখানে প্রচুর নেতিবাচকতা ছড়িয়ে রয়েছে।"

4 / 6
মল্লিকার প্রথম ছবি ছিল 'মার্ডার'। সেখানে তাঁকে সাহসী দৃশ্যে দেখা গিয়েছিল ইমরান হাশমির সঙ্গে। যে কারণে সোশ্যাল মিডিয়ায় আজও মল্লিকাকে 'সেক্স সিম্বল' হিসেবেই মনে করা হয়।

মল্লিকার প্রথম ছবি ছিল 'মার্ডার'। সেখানে তাঁকে সাহসী দৃশ্যে দেখা গিয়েছিল ইমরান হাশমির সঙ্গে। যে কারণে সোশ্যাল মিডিয়ায় আজও মল্লিকাকে 'সেক্স সিম্বল' হিসেবেই মনে করা হয়।

5 / 6
মল্লিকা বলেছেন, "জানি না কেন আমাকে এরকম ভাবা হয়। আমার এই ভাবমূর্তিকে কীভাবে পাল্টাব জানি না"।

মল্লিকা বলেছেন, "জানি না কেন আমাকে এরকম ভাবা হয়। আমার এই ভাবমূর্তিকে কীভাবে পাল্টাব জানি না"।

6 / 6
মল্লিকা জানেন না, তিনি কীভাবে তাঁর 'সেক্স সিম্বল' ভাবমূর্তি পাল্টাবেন। কেবল সেটা এড়িয়ে চলতে পারেন তিনি। নিজের কাজের দিকেই মন দিতে চান মল্লিকা শেরাওয়াত।

মল্লিকা জানেন না, তিনি কীভাবে তাঁর 'সেক্স সিম্বল' ভাবমূর্তি পাল্টাবেন। কেবল সেটা এড়িয়ে চলতে পারেন তিনি। নিজের কাজের দিকেই মন দিতে চান মল্লিকা শেরাওয়াত।

Next Photo Gallery