Snakebites In India: এখনও কত অন্ধকারে ভারত! বিষধর সাপের কামড় খেয়ে হাসপাতালে যান মাত্র ৩০ শতাংশ
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Aug 25, 2022 | 8:13 PM
Venomous Snakebites: রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া- মিলিয়ন ডেথ স্টাডি অনুসারে, ভারতে প্রতি বছর বিষধর সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা ৪৬.৯০০। কম সংখ্যক জনবসতিপূর্ণ অস্ট্রেলিয়ায় সম্ভবত আরও বিষাক্ত প্রজাতির সাপ রয়েছে।
1 / 9
রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া- মিলিয়ন ডেথ স্টাডি অনুসারে, ভারতে প্রতি বছর বিষধর সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা ৪৬.৯০০। কম সংখ্যক জনবসতিপূর্ণ অস্ট্রেলিয়ায় সম্ভবত আরও বিষাক্ত প্রজাতির সাপ রয়েছে। তবুও মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় বিষাক্ত সাপের কামড়ের জেরে প্রতি বছর মাত্র ১০-১২ জনের মৃত্যুর ঘটনা ঘটে।
2 / 9
রিপোর্টে জানা গিয়েছে। গ্রামীন ভারতে সাপের কামড় খেয়েছেন এমন রোগীদের মধ্যে মাত্র ২০ থেকে ৩০ শতাংশ হাসপাতালে চিকিত্সা করাতে আসেন। গবেষণায় উল্লেখ করা হয়েছে, মৃত্যুহার ও আর্থ-সামাজিকতা সাপের কামড়ের প্রভাব আরও কঠিন করে তুলেছে।
3 / 9
ভারতে প্রথম সমীক্ষায় মোট পাঁচটি অঞ্চলে ভাগ করে গবেষণা চালানো হয়েছে। ৮৪ মিলিয়ন জনসংখ্যার হিমাচল প্রদেশ-সহ ১৩টি রাজ্যে সাপের কামড়ের ঘটনাগুলিকে সম্ভাব্যভাবে দেখানো হয়েছে। অন্য়ান্য রাজ্যগুলির মধ্যে হল রাজস্থান, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং ত্রিপুরা।
4 / 9
চলতি বছরের ২২ অগস্ট আন্তর্জাতিক গবেষণা জার্নাল Plos One-এ 'ICMR টাস্ক ফোর্স প্রজেক্ট- A Survey of the Incidence, Mortality, Morbidity and Socioeconomic Burden of Snakebite in India: A study Protocol' গবেষণার একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে।
5 / 9
ICMR গবেষণার জাতীয় প্রধান তদন্তকারী দলে ছিল প্রিভেন্টিভ কার্ডিওলজি অ্যান্ড পপুলেশন হেলথ সায়েন্সেস, অমৃতা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টারের ডাঃ জয়দীপ সি মেনন; কেরালার কোচির অমৃতা বিশ্ব বিদ্যাপীঠমের ডাঃ ওমেশ ভারতী, হিমাচল প্রদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের রাজ্য মহামারী বিশেষজ্ঞ, জাতীয় প্রধান সহ-তদন্তকারী।
6 / 9
ড ভারতীর কথায়, এই গবেষণাটি ভারতের সাপের কামড় প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নীতি প্রণয়নে সিদ্ধান্ত গ্রহণকারীদের সাহায্য করার জন্য দেশে প্রথমবারের মতো সাপের কামড়ের ঘটনা, মৃত্যুহার, অসুস্থতা এবং আর্থ-সামাজিক সম্পর্কে প্রকৃত তথ্য তৈরি করবে। দেশের অর্ধেকের বেশি মানুষ এখনও সত্যিকারের সাপের কামড় বোঝে না, জানে না। তাই নীতি নির্ধারণের ক্ষেত্রে অন্ধকারেই খুঁজে চলেছে।
7 / 9
এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাপের কামড়ের ক্ষেত্রে সার্ভে করার ডিজাইন তৈরি করার মত এই ধরনের গবেষণা এই প্রথম। প্রতিবেশী দেশ, শ্রীলঙ্কা এই গবেষণা করেছে। কিন্তু সেখানে দেখা গিয়েছে, মাত্র ১ শতাংশ মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়েছে। অন্যদিকে এই গবেষণা ৬.২১ শতাংশ জনগনের উপর সমীক্ষা চালানো হবে। বর্তমানে ১৩টি রাজ্যের পশ্চিম, মধ্য, দক্ষিণ, পূর্ব, উত্তর এবং উত্তর-পূর্ব সহ দেশের ছয়টি ভৌগোলিক অঞ্চলের ৩১টি জেলায় সাপের কামড়ের কেস স্টাডি করা হচ্ছে। তার মধ্যে হিমাচল প্রদেশের তিনটি জেলা - কাংড়া, চাম্বা এবং উনা -ও এর অন্তর্ভুক্ত।
8 / 9
বিষধর সাপের কামড়ে বিশ্বব্যাপী মৃত্যুর অর্ধেক। প্রতি বছর অনুমান করা হয় ১ লক্ষ মানুষের মৃত্যু শুধু ভারতেই ঘটে। ভারত থেকে পাওয়া সাপের কামড়ের একমাত্র প্রতিনিধিত্বমূলক তথ্য হল RGI-MDS স্টাডি। অন্যদিকে বিহার রাজ্য থেকে মৃত্যুহারের উপর আরেকটি গবেষণা থেকে মৃত্যুর তথ্য। সাপের কামড়ের ঘটনার তথ্য শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের দুটি জেলার জন্য উপলব্ধ।
9 / 9
সাপের কামড়ের ঘটনা এবং বোঝার জন্য ICMR-একটি প্রোটোকল উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সাপের কামড়ের কারণ ভরতি ও তাতে এএসভি বা অ্যান্টি-স্নেক ভেনম প্রদান করা হয়। কিন্তু ভারতের প্রত্যন্ত গ্রামীন হাসপাতালগুলিতে বিকল্প চিকিত্সা পদ্ধতির উপর বেশি নির্ভরশীল থাকে। অধিকাংশ ক্ষেত্রে এখনও কুসংস্কারাচ্ছন্ন পরিবেশের ঘেরাটোপ থেকে বের হতে পারেননি মানুষজন।