TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 03, 2022 | 9:38 AM
ছবিসহ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় ট্রোলের ঝড়। বলিউডে টুকে সকলের নজর কাড়ার প্রয়াস নিয়েও চর্চা শুরু। ফলে এবারও এই গানের ঝলক দেখে তেমনই অভিযোগ নেটপাড়ার।
ঐশ্বর্য রাই বচ্চন- ঐশ্বর্য রাই বচ্চন কোথাও গিয়ে যেন অভিষেকের মুখের দিকে তাকিয়েই এক প্রকার কাজরারে ছবিতে আইটেম ডান্সে রাজি হয়েছিলেন। কারণ আইটেম ডান্সে তাঁকে খুব একটা দেখা যায় না।
দীপিকা পাড়ুকোন- সার্কাস ছবির ট্রেলার মুক্তিতেই মিলল ঝলক। সেখানেই এবার রণবীর সিং-এর সঙ্গে আইটেম ডান্স করতে দেখা গেল দীপিকাকে। তবে এই প্রথম নয়, অতীতেও তিনি নজর কেড়েছেন শাহরুখের সঙ্গে।
জেলেনিয়া ডিসুজা- রীতেশ দেশমুখের সঙ্গে জেনেলিয়াকেও দেখা যায় আইটেম ডান্সে। মারাঠি ছবি মৌলি-তে আইটেম নম্বরে নাচ করতে দেখা যায় তাঁদের।
মালাইকা আরোরা- মালাইকা আইটেম ডান্সে বরাবরই নজর কাড়া। তবে আরবাজের ছবিতেও তাঁকে দেখা গিয়েছে মুন্নি বদনাম হুই গানের তালে নাচ করে সকলের নজর কেড়েছেন তিনি।