Lais Ribeiro: উর্ধ্বাঙ্গে নেই সুতো, লজ্জা ঢেকেছেন পতাকায়! মডেলের অভিনব সমর্থনেও হার ব্রাজিলের
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Dec 03, 2022 | 9:26 AM
ফুটবল সর্বস্ব দেশ ব্রাজিলের মানুষ এখন হেক্সার স্বপ্নে বিভোর। অভিনব কায়দায় হলুদ জার্সিধারীদের সমর্থন করে ভাইরাল হচ্ছেন সাম্বার দেশের মানুষরা। ব্রাজিলিয়ান সুপার মডেল লেস রিবেরিওকেই ধরে নিন। নেইমার-রিচার্লিসনদের তাঁর সমর্থনের কায়দা মনে ঝড় তুলেছে নেটিজেনদের।
1 / 6
ফুটবল সর্বস্ব দেশ ব্রাজিলের মানুষ এখন হেক্সার স্বপ্নে বিভোর। অভিনব কায়দায় হলুদ জার্সিধারীদের সমর্থন করে ভাইরাল হচ্ছেন সাম্বার দেশের মানুষরা। ব্রাজিলিয়ান সুপার মডেল লেস রিবেরিওকেই ধরে নিন। নেইমার-রিচার্লিসনদের তাঁর সমর্থনের কায়দা মনে ঝড় তুলেছে নেটিজেনদের।(ছবি:ইনস্টাগ্রাম)
2 / 6
কী করলেন রিবেরিও? শুক্রবার ছিল গ্রুপ পর্বের শেষ পর্যায়ে ব্রাজিল-ক্যামেরুন ম্যাচ। তার আগে নেইমারদের সমর্থনের জন্য টপলেস হলেন রিবেরিও। ইনস্টাগ্রামে অনুরাগীদের জিজ্ঞাসা করেন, "তোমরা কাকে সমর্থন করছ?"(ছবি:ইনস্টাগ্রাম)
3 / 6
রিবেরিওর ছবিটি তোলা সমুদ্র সৈকতে। ভেজা খোলা চুল থেকে চুঁইয়ে পড়ছে জল। অনাবৃত উর্ধ্বাঙ্গ, হাত দিয়ে ঢেকে লজ্জা নিবারণ করেছেন। ব্রাজিলের পতাকা স্কার্টের মতো করে কোমরে জড়ানো!(ছবি:ইনস্টাগ্রাম)
4 / 6
এক সন্তানের মা, ভিক্টোরিয়া সিক্রেট মডেল লেস রিবেরিও ভেবেছিলেন, এই 'দেশপ্রেমিকের ভঙ্গি' তিতে ও তার দলকে উদ্ধুব্ধ করবে। কিন্তু রিবেরিওর এত পরিশ্রম জলে গিয়েছে।(ছবি:ইনস্টাগ্রাম)
5 / 6
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফ্রিকার দেশ ক্যামেরুনের কাছে হেরে গিয়েছে ব্রাজিল। নকআউটের ম্যাচের আগে এই হার ব্রাজিল সমর্থকদের কাছে ধাক্কার বইকি। (ছবি:ইনস্টাগ্রাম)
6 / 6
৩২ বছরের রিবেরিওর মতোই সারা বিশ্বে ছড়িয়ে থাকা ব্রাজিল সমর্থকরা হতাশ হয়েছেন। নেইমারের চোট নিয়েও তাঁরা চিন্তিত। যদিও রাউন্ড অব সিক্সটিনে পূর্ণশক্তির ব্রাজিল দারুণ লড়াই দেবে বলেই আশায় বুক বাঁধছে সাম্বার দেশ। (ছবি:ইনস্টাগ্রাম)