TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 17, 2022 | 5:37 PM
দীপিকা পাড়ুকোন- দীপিকা পাড়ুকন, প্রকাশ্যে প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ না খুললেও তিনি রীতিমত ভাইরাল হয়েছেন নতুন লুকে প্রকাশ্যে আসার পর।
ঐশ্বর্য রাই বচ্চন- ঐশ্বর্য রাই বচ্চন, গায়ের রঙ থেকে শুরু করে শরীরী গঠন, সবই পাল্টে গিয়েছিল কয়েকদিনের মধ্যেই। প্লাস্টিক লুক বলেও কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।
নোরা ফাতেহি- এক নয়, একাধিকবার প্লাস্টিক সার্জারি করে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন নোরা ফাতেহি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল নয়া লুক।
শ্রুতি হাসান- শ্রুতি হাসান নিজের প্লাস্টিক সার্জারি নিয়ে একাধিকবার মুখ খুলেছিলেন। সকলকে জানিয়েই নয়া লুকে ধরা দিয়েছিলেন তিনি।
অনুষ্কা শর্মা- অনুষ্কা শর্মা, পিকে ছবি করার সময়ই প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন তিনি। প্রাথমিকভাবে ছিল চেনা দায়। নিজের মুখের নিচের অংশ পাল্টে ফেলেন অনুষ্কা।
প্রিয়াঙ্কা চোপড়া- প্রিয়াঙ্কা চোপড়া, শরীরের গঠন পাল্টাতে প্লাস্টিক সার্জারি দিয়ে গিয়েছিলেন তিনিও। পুরোনো ছবি এখনও ভাইরাল।