Shocking Facts: হীরের নেকলেস থেকে ডিজাইনার পোশাক চুরি, চোরের খপ্পরে পড়েছেন যে বলিউড সেলেবরা
TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra
Updated on: Aug 11, 2022 | 1:04 PM
Bollywood Celeb: কেউ বিদেশে গিয়ে, কারুর আবার বাড়ির পরিচারিকার দ্বারা চোরের খপ্পরে পড়েছিলেন। জেনে নিন তালিকায় কারা...।
Aug 11, 2022 | 1:04 PM
সোনম কাপুর- বাড়ি থেকেই সোনমের হীরের নেকলেস চুরি হয়ে যায়। যার দাম ছিল ৫ লাখ টাকা। একটি পার্টিতে তিনি সেই নেটলেসটা পরেছিলেন। যদিও পরবর্তীতে তা আর পাননি তিনি।
1 / 5
সুস্মিতা সেন- ২০১২ সালে একবার ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। সেখান থেকেই খোয়া যায় তাঁর পোশাকটি। বিমানবন্দ থেকে পুরো ব্যাগই তাঁর হাওয়া। কোনও মতে ভারতে ফিরেছিলেন তিনি।
2 / 5
মল্লিকা শেরাওয়াত- একটি ভুয়ো এমএমএস স্ক্যান্ডেলে জড়িয়ে পড়েছিলেন মল্লিকা শেরাওয়াত। মার্ডার ছবি থেকে ভাইরাল হয়েছিলেন তিনি। একটি ভিডিয়ো লিক হয়ে যায় তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের। যদিও তিনি দাবি করেছিলেন তিনি ভিডিয়োতে থাকা মেয়েটি নন।
3 / 5
অর্পিতা খান শর্মা- সলমন খানের বোন অর্পিতা ৫ লাখের একটি ১০ গ্রামের সোনার কয়েন ও ডিজাইনার পোশাক একবার হারিয়ে ফেলেছিলেন। যা নিয়ে রীতিমত চর্চা হয়েছিল খান পরিবারে।