TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Aug 11, 2022 | 1:04 PM
সোনম কাপুর- বাড়ি থেকেই সোনমের হীরের নেকলেস চুরি হয়ে যায়। যার দাম ছিল ৫ লাখ টাকা। একটি পার্টিতে তিনি সেই নেটলেসটা পরেছিলেন। যদিও পরবর্তীতে তা আর পাননি তিনি।
সুস্মিতা সেন- ২০১২ সালে একবার ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। সেখান থেকেই খোয়া যায় তাঁর পোশাকটি। বিমানবন্দ থেকে পুরো ব্যাগই তাঁর হাওয়া। কোনও মতে ভারতে ফিরেছিলেন তিনি।
মল্লিকা শেরাওয়াত- একটি ভুয়ো এমএমএস স্ক্যান্ডেলে জড়িয়ে পড়েছিলেন মল্লিকা শেরাওয়াত। মার্ডার ছবি থেকে ভাইরাল হয়েছিলেন তিনি। একটি ভিডিয়ো লিক হয়ে যায় তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের। যদিও তিনি দাবি করেছিলেন তিনি ভিডিয়োতে থাকা মেয়েটি নন।
অর্পিতা খান শর্মা- সলমন খানের বোন অর্পিতা ৫ লাখের একটি ১০ গ্রামের সোনার কয়েন ও ডিজাইনার পোশাক একবার হারিয়ে ফেলেছিলেন। যা নিয়ে রীতিমত চর্চা হয়েছিল খান পরিবারে।
K কাজল-অজয় দেবগণ- একবার অজয় দেবগণ ও কাজলের পরিবারের পরিচারিকা ৫ লাখের সোনার বালা চুরি করেছিলেন। যদিও পরবর্তীতে তিনি গ্রেফতার হয়ে যান। ajol Cover