Bangla News Photo gallery Indian athlete Priyanka Goswami dedicates her race walk silver medal at CWG 2022 to her Laddoo Gopal and her family
CWG 2022: কমনওয়েলথে রুপো পাওয়া প্রিয়াঙ্কার লাকি চার্ম যখন লাড্ডু গোপাল
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Aug 11, 2022 | 10:51 AM
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো পেয়ে ইতিহাস গড়েছেন ভারতের প্রিয়াঙ্কা গোস্বামী। হেঁটেই ইতিহাস গড়ার পর প্রিয়াঙ্কা ফাঁস করেছেন, লাকি চার্ম তাঁর সঙ্গে থাকায় এই সাফল্য পেয়েছেন তিনি। প্রিয়াঙ্কার লাকি চার্ম কী জানেন?
1 / 5
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো পেয়ে ইতিহাস গড়েছেন ভারতের প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami)। হেঁটেই ইতিহাস গড়ার পর প্রিয়াঙ্কা ফাঁস করেছেন, লাকি চার্ম তাঁর সঙ্গে থাকায় এই সাফল্য পেয়েছেন তিনি। প্রিয়াঙ্কার লাকি চার্ম কী জানেন? (ছবি-প্রিয়াঙ্কা গোস্বামী টুইটার)
2 / 5
বার্মিংহ্যামে মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াকে নিজের সেরা সময় ৪৩:৩৮:৮২ - এ রেস শেষ করেন প্রিয়াঙ্কা। এবং তিনি পেয়ে যান রুপোর পদক। (ছবি-প্রিয়াঙ্কা গোস্বামী টুইটার)
3 / 5
কমনওয়েলথ গেমস থেকে মহিলাদের রেস ওয়াকে এই প্রথম বার রুপো পেয়েছেন প্রিয়াঙ্কা। রুপো পাওয়ার পর তিনি তাঁর এই সাফল্য উৎসর্গ করেছেন তাঁর লাড্ডু গোপাল ও তাঁর পরিবারকে। (ছবি-প্রিয়াঙ্কা গোস্বামী টুইটার)
4 / 5
প্রিয়াঙ্কার লাকি চার্ম তাঁর লাড্ডু গোপাল। তিনি জানান, যে কোনও প্রতিযোগিতায় অংশ নিলেই তিনি তাঁর গোপালকে সঙ্গে নিয়ে যান। (ছবি-প্রিয়াঙ্কা গোস্বামী টুইটার)
5 / 5
লাড্ডু গোপাল হাতে নিয়ে পোডিয়াম ফিনিশ করা প্রিয়াঙ্কার ছবি এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। পাশাপাশি নজর কেড়েছে তাঁর নেল আর্টও। একাধিক দেশের পতকার রঙে নিজের নখ সাজিয়েছেন প্রিয়াঙ্কা। (ছবি-প্রিয়াঙ্কা গোস্বামী টুইটার)