বলিউডের সর্বেসর্বা সলমন খান। রটনা সেখানে নাকি বহুকাজ চলে তাঁরই অঙ্গুলিহেলনে। তাই 'ভাই'কে চটাতে সাহস পান না অনেকেই। তবু মানুষের মন! অনেক সময়েই বিভিন্ন কারণে সলমনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অনেক সেলেবই। তবে ফল যে ভাল হয়নি, সে কথা বলাই বাহুল্য। শোনা যায়, ভাইজানের কোপে পড়েই নাকি বলিউডে অনেকের কেরিয়ারে ধস নেমেছে। কেউ উঠে দাঁড়িয়েছেন, কেউ বা আবার হারিয়েও গিয়েছেন চিরতরে। কারা তাঁরা?
এই তালিকায় প্রথমেই নাম আসে বিবেক ওবেরয়ের। সলমনের সঙ্গে তিক্ত সম্পর্ক শেষ হওয়ার পর বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বর্যা। বিবেক দাবি করেছিলেন, চরম প্রতিশোধস্পৃহায় নাকি বিবেককে মদ্যপ অবস্থায় ৪২ বার ফোন করেছিলেন সলমন। এ প্রসঙ্গে খোলাখুলি বলার জন্য এক সাংবাদিক সম্মেলনও আয়োজন করেছিলেন বিবেক। ফল হয়েছিল ভয়াবহ। নষ্ট হয়ে গিয়েছিল বিবেকের কেরিয়ার। পরে সলমনের কাছে ক্ষমা চেয়েও লাভ হয়নি।
'তেরে নাম' পরিচালনা করার কথা ছিল সলমন খানের। কিন্তু এক উত্তরপ্রদেশের ছেলের চরিত্রে সলমনকে নাকি একেবারেই পছন্দ ছিল না অনুরাগ কাশ্যপের। তিনি বলেছিলেন সলমনকে বুকে কিছু পশম রাখতে। অনুরাগের কথায়, "আমি যখন তাঁকে এই কথা বলি উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে ছিলেন। পরের দিনই প্রযোজকের তরফে আমি একটা ফোন পাই। তিনি অফিসে যেতে বলেন। আমি যাওয়া মাত্রই আমার দিকে একটি বোতল ছুঁড়ে তিনি বলেছিলেন, তুই সলমনকে পশম বাড়াতে বলেছিস?" ওই ছবি পরিচালনার অফার হাতছাড়া হয়েছিল অনুরাগের।
সলমন মঞ্চে সঞ্চালনা করছিলেন দর্শকাসনে বসে ঘুমিয়ে পড়েছিলেন অরিজিৎ সিং। সলমন প্রশ্ন করতেই অরিজিৎ বলেছিলেন, "কী করব, আপনাদের কথা শুনেই ঘুমিয়ে পড়ি।" ব্যাপারটা ভাল ভাবে নেননি সলমন। ফল ভুগতে হয়েছিল অরিজিৎকে। শোনা যায়, সলমনের রোষেই নাকি বেশ কয়েকটি গান হাতছাড়া হয়ে যায় তাঁর।
সলমনের সঙ্গে বিচ্ছেদ হয় ক্যাটরিনা কাইফের। ক্যাটরিনা প্রেমে পড়েন রণবীর কাপুরের। ব্যাপারটা মোটেও ভাল ভাবে নেননি সলমন খান। শোনা যায় বহুদিন তাঁদের মধ্যে ঠান্ডা লড়াই চলেছিল। পরে যদিও সবটা মিটে যায়।