দেখুন ছবিতে; নানা সময়ে বলিউডে তৈরি হয় দলিত ও প্রান্তিক শ্রেণিকে নিয়ে নানা ছবি
ওটিটি-র জন্য তৈরি হচ্ছে '২০০' ছবিতি। দু'শো জন দলিত মহিলা এক অপরাধীর উপর চড়াও হয় ভরা আদালতে। নীচু জাতের মানুষদের রুখে দাঁড়ানোর গল্প বলবে সেই ছবি। বিভিন্ন সময় বলিউডে তৈরি হয়েছে এ ধরনে আরও অনেক ছবি। দেখুন -