AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তেরে জ্যায়সা ইয়ার কাহাঁ’… কিংবা ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে’- বন্ধু দিবসে রইল কিছু বন্ধুত্বের গান

বন্ধু দিবসে প্রিয় বন্ধুর থেকে অনেকতা দূরে রয়েছেন বলে মন খারাপ আপনার? ওপ্রান্তের মানুষটিরও বোধহয় মন ভাল নেই... এই বন্ধু দিবসে তাই প্রিয় বন্ধুকে ডেডিকেট করুন বলিউডের এই কয়েকটি গান।

| Edited By: | Updated on: Aug 01, 2021 | 7:33 PM
Share
সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়না পেন্টি অভিনীত 'ককটেল' ছবির গান 'তুম হি বন্ধু সখা তুম হি'। দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় এই গান। ককটেল ছবির এই গান গেয়েছেন কবিতা শেঠ এবং নীরজ শ্রীধর।

সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়না পেন্টি অভিনীত 'ককটেল' ছবির গান 'তুম হি বন্ধু সখা তুম হি'। দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় এই গান। ককটেল ছবির এই গান গেয়েছেন কবিতা শেঠ এবং নীরজ শ্রীধর।

1 / 7
সানি সিং, কার্তিক আরিয়ান এবং নুসরত ভারুচা অভিনীত ছবি 'সোনু কে টিটু কি সুইটি' ছবির গান 'তেরা ইয়ার হু ম্যায়'। গেয়েছেন অরিজিৎ সিং। দুই বন্ধুর জীবনের গল্প বলে দেয় এই গানের লিরিক্স। এই গানের জন্য ফিল্মফেয়ারের বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার পেয়েছেন অরিজিৎ সিং।

সানি সিং, কার্তিক আরিয়ান এবং নুসরত ভারুচা অভিনীত ছবি 'সোনু কে টিটু কি সুইটি' ছবির গান 'তেরা ইয়ার হু ম্যায়'। গেয়েছেন অরিজিৎ সিং। দুই বন্ধুর জীবনের গল্প বলে দেয় এই গানের লিরিক্স। এই গানের জন্য ফিল্মফেয়ারের বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার পেয়েছেন অরিজিৎ সিং।

2 / 7
'থ্রি ইডিয়টস' ছবির সবক'টি গানই অনবদ্য তৈরি করেছেন শান্তনু মৈত্র। কিন্তু কোথায় যেন সব গানকে ছাপিয়ে গিয়েছে সোনু নিগমের গাওয়া 'জানে নেহি দেঙ্গে তুঝে'। গানের লিরিক্স এবং ভিজ্যুয়াল, দু'দিক থেকেই আবেগে ভিজবে আপনার চোখ।

'থ্রি ইডিয়টস' ছবির সবক'টি গানই অনবদ্য তৈরি করেছেন শান্তনু মৈত্র। কিন্তু কোথায় যেন সব গানকে ছাপিয়ে গিয়েছে সোনু নিগমের গাওয়া 'জানে নেহি দেঙ্গে তুঝে'। গানের লিরিক্স এবং ভিজ্যুয়াল, দু'দিক থেকেই আবেগে ভিজবে আপনার চোখ।

3 / 7
প্রেম যে আসলে বন্ধুত্ব, প্রিয় বন্ধুও প্রেমিক বা প্রেমিকা হতে পারেন, একথা কিন্তু আমজনতাকে শিখিয়েছেন 'কুছ কুছ হোতা হ্যায়'- এর রাহুল। আর তাঁর সবচেয়ে প্রিয় বন্ধু অঞ্জলির সঙ্গে সিনেমায় রয়েছে একটি গান 'ইয়ে লড়কা হ্যায় দিওয়ানা'। আজও কিন্তু অনেকেই প্রিয় বন্ধু কিংবা প্রেমিকের জন্য এই গান গুনগুন করে গেয়েই থাকেন।

প্রেম যে আসলে বন্ধুত্ব, প্রিয় বন্ধুও প্রেমিক বা প্রেমিকা হতে পারেন, একথা কিন্তু আমজনতাকে শিখিয়েছেন 'কুছ কুছ হোতা হ্যায়'- এর রাহুল। আর তাঁর সবচেয়ে প্রিয় বন্ধু অঞ্জলির সঙ্গে সিনেমায় রয়েছে একটি গান 'ইয়ে লড়কা হ্যায় দিওয়ানা'। আজও কিন্তু অনেকেই প্রিয় বন্ধু কিংবা প্রেমিকের জন্য এই গান গুনগুন করে গেয়েই থাকেন।

4 / 7
বলিউডে বন্ধুত্বের ছবি কিংবা গান, সবক্ষেত্রেই অতি অবশ্যই থাকবে 'শোলে' ছবি জয়-বীরু আর তাঁদের আইকনিক গান 'ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে'। মান্না দে আর কিশোর কুমারের গাওয়া এই গান আজও সমান জনপ্রিয়।

বলিউডে বন্ধুত্বের ছবি কিংবা গান, সবক্ষেত্রেই অতি অবশ্যই থাকবে 'শোলে' ছবি জয়-বীরু আর তাঁদের আইকনিক গান 'ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে'। মান্না দে আর কিশোর কুমারের গাওয়া এই গান আজও সমান জনপ্রিয়।

5 / 7
অমিতাভ বচ্চনের কেরিয়ারে তাঁর অন্যতম হিট ছবি 'জঞ্জির'। আর এই সিনেমার গান'ইয়ার হ্যায় ইমান মেরা' সিনেমার মতোই বিখ্যাত। মান্না দে গেয়েছিলেন এই অসাধারণ গানটি, যা সিনেমা রিলিজের এত বছর পরেও ভোলেননি শ্রোতারা।

অমিতাভ বচ্চনের কেরিয়ারে তাঁর অন্যতম হিট ছবি 'জঞ্জির'। আর এই সিনেমার গান'ইয়ার হ্যায় ইমান মেরা' সিনেমার মতোই বিখ্যাত। মান্না দে গেয়েছিলেন এই অসাধারণ গানটি, যা সিনেমা রিলিজের এত বছর পরেও ভোলেননি শ্রোতারা।

6 / 7
১৯৮১ সালে রিলিজ হয়েছিল বিগ বি'র ছবি 'ইয়ারানা'। তারই বিখ্যাত গান 'তেরে জ্যায়সা ইয়ার কাহাঁ'। গেয়েছিলেন কিশোর কুমার। একুশ শতকে এই গানের অরিজিনাল ভার্সানের পাশাপাশি রিমেক ভার্সানও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

১৯৮১ সালে রিলিজ হয়েছিল বিগ বি'র ছবি 'ইয়ারানা'। তারই বিখ্যাত গান 'তেরে জ্যায়সা ইয়ার কাহাঁ'। গেয়েছিলেন কিশোর কুমার। একুশ শতকে এই গানের অরিজিনাল ভার্সানের পাশাপাশি রিমেক ভার্সানও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

7 / 7