Bollywood: ফিল্মি পার্টি থেকে দূরে থাকতেই পছন্দ করেন এই ৬ বলিতারকা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 07, 2021 | 10:27 PM

আরবসাগরের তীরের এই মায়ানগরীতে পার্টি হয় নিত্যদিন। তাতে আনাগোনা নামজাদা স্টারদের। করণ জোহর খ্যাত পার্টি উদ্যোক্তা হিসেবে। কিন্তু এমনও অনেক সেলেব রয়েছে যাঁদের পার্টিতে রীতিমতো অরুচি। ফ্যামিলি পার্টি তাইও ঠিক আছে। কিন্তু বলি পার্টি তে সটান না। তাঁরা কারা?

1 / 7
আরিয়ান খানের সাম্প্রতিক গ্রেফতার ও আনুষঙ্গিক বেশ কিছু সাম্প্রতিক ঘটনা নিয়ে আবারও নেটিজেনদের আতসকাচে বলিউডের পার্টি। আরবসাগরের তীরের এই মায়ানগরীতে পার্টি হয় নিত্যদিন। তাতে আনাগোনা নামজাদা স্টারদের। করণ জোহর খ্যাত পার্টি উদ্যোক্তা হিসেবে। কিন্তু এমনও অনেক সেলেব রয়েছে যাঁদের পার্টিতে রীতিমতো অরুচি। ফ্যামিলি পার্টি তাইও ঠিক আছে। কিন্তু বলি পার্টি তে সটান না। তাঁরা কারা?

আরিয়ান খানের সাম্প্রতিক গ্রেফতার ও আনুষঙ্গিক বেশ কিছু সাম্প্রতিক ঘটনা নিয়ে আবারও নেটিজেনদের আতসকাচে বলিউডের পার্টি। আরবসাগরের তীরের এই মায়ানগরীতে পার্টি হয় নিত্যদিন। তাতে আনাগোনা নামজাদা স্টারদের। করণ জোহর খ্যাত পার্টি উদ্যোক্তা হিসেবে। কিন্তু এমনও অনেক সেলেব রয়েছে যাঁদের পার্টিতে রীতিমতো অরুচি। ফ্যামিলি পার্টি তাইও ঠিক আছে। কিন্তু বলি পার্টি তে সটান না। তাঁরা কারা?

2 / 7
২০১৫ সালে ভেগানিজম অনুসরণ করতে শুরু করেন আমির খান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, প্রাক্তন স্ত্রী কিরণের দেখানো এক ভিডিয়োর পরেই এমন সিদ্ধান্ত নেন তিনি। কী ছিল সেই ভিডিয়োতে? আমির জানিয়েছিলেন অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে কীভাবে নানা রোগব্যাধির সৃষ্টি হতে পারে।

২০১৫ সালে ভেগানিজম অনুসরণ করতে শুরু করেন আমির খান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, প্রাক্তন স্ত্রী কিরণের দেখানো এক ভিডিয়োর পরেই এমন সিদ্ধান্ত নেন তিনি। কী ছিল সেই ভিডিয়োতে? আমির জানিয়েছিলেন অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে কীভাবে নানা রোগব্যাধির সৃষ্টি হতে পারে।

3 / 7
করিনা কাপুর খান সোশ্যাল বাটারফ্লাই। সব পার্টিতেই দেখা যায় তাঁকে, অন্যদিকে সইফ একেবারে অন্যরকম। পার্টিতে যেতে একেবারেই পছন্দ করেন না তিনি।

করিনা কাপুর খান সোশ্যাল বাটারফ্লাই। সব পার্টিতেই দেখা যায় তাঁকে, অন্যদিকে সইফ একেবারে অন্যরকম। পার্টিতে যেতে একেবারেই পছন্দ করেন না তিনি।

4 / 7
ঐশ্বর্যার কাছে আরাধ্যা ও পরিবারের সঙ্গে সময় কাটানো পার্টি করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফিল্মি পার্টিতে দেখা যায় না তাঁকেও।

ঐশ্বর্যার কাছে আরাধ্যা ও পরিবারের সঙ্গে সময় কাটানো পার্টি করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফিল্মি পার্টিতে দেখা যায় না তাঁকেও।

5 / 7
বহিরাগত তাপসীও বেছে নিয়েছেন পার্টি বিহীন জীবন। হাসিমুখেই না বলে দেন ফিল্মি পার্টিতে।

বহিরাগত তাপসীও বেছে নিয়েছেন পার্টি বিহীন জীবন। হাসিমুখেই না বলে দেন ফিল্মি পার্টিতে।

6 / 7
অভিষেক বচ্চনও পার্টিতে যান না বললেই চলে। পরিবার তাঁর কাছে আগে।

অভিষেক বচ্চনও পার্টিতে যান না বললেই চলে। পরিবার তাঁর কাছে আগে।

7 / 7
শরীর সম্পর্কে সচেতন অক্ষয় কুমারের পার্টি নিয়ে বড় অনীহা। ফিটনেস ফ্রিক তিনি তাই মদ্যপানও করেন না।

শরীর সম্পর্কে সচেতন অক্ষয় কুমারের পার্টি নিয়ে বড় অনীহা। ফিটনেস ফ্রিক তিনি তাই মদ্যপানও করেন না।

Next Photo Gallery