Bizarre: প্রেমপ্রস্তাব দিতে গিয়েছিল তরুণ, আংটি শুদ্ধু পুরো কেকটাই খেয়ে ফেলল তরুণী! তারপর…

Bizarre: প্রেমিকার জন্য একটি আংটি কিনে আনেন তিনি। স্পেশাল অর্ডার দিয়ে একটি কাপ কেক তৈরি করান তিনি। সেই কাপ কেকের মধ্যেই লুকিয়ে রাখেন আংটি।

| Updated on: Feb 04, 2025 | 5:21 PM
প্রেমের যে কত রকম ভাষা আছে তা কেউ হলফ করে বলতে পারেন না। মনের মানুষের কাছে ভালোবাসার প্রকাশ করার রয়েছে নানা বিচিত্র পন্থা। কেউ হয়তো মুখেই বলে দেন মনের কথা, কেউ আবার চিঠি দিয়েই জানান সেই কথা।

প্রেমের যে কত রকম ভাষা আছে তা কেউ হলফ করে বলতে পারেন না। মনের মানুষের কাছে ভালোবাসার প্রকাশ করার রয়েছে নানা বিচিত্র পন্থা। কেউ হয়তো মুখেই বলে দেন মনের কথা, কেউ আবার চিঠি দিয়েই জানান সেই কথা।

1 / 7
কেউ সেই প্রস্তাব গ্রহণ করেন, কেউ আবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কখনও কখনও। তবে আস্ত্র একটা প্রেম প্রস্তাব খেয়ে ফেলল এমন শুনেছেন কখনও? বিশ্বাস না হলেও সম্প্রতি এমনই এক অবাক করা সামনে এসেছে। যা ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

কেউ সেই প্রস্তাব গ্রহণ করেন, কেউ আবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কখনও কখনও। তবে আস্ত্র একটা প্রেম প্রস্তাব খেয়ে ফেলল এমন শুনেছেন কখনও? বিশ্বাস না হলেও সম্প্রতি এমনই এক অবাক করা সামনে এসেছে। যা ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

2 / 7
চিনের সংবাদমাধ্যম 'সাউথ চায়না মর্নিং পোস্ট'-এর একটি প্রতিবেদন অনুসারে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিল এক যুবক। ওই যুবক লিউ নামে এক মহিলার প্রেমে পড়েন। মন দিলেও সেই কথা মুখে বলে উঠতে পারছিলেন না কিছুতেই। শেষে একদিন ঠিক করলেন সাহস করে মনের কথাটা এবার বলতেই হবে। সেই মতো এক রেস্তোরাঁয় নিয়ে গিয়ে প্রেম প্রস্তাব দেবেন বলে ঠিক করেন তিনি।

চিনের সংবাদমাধ্যম 'সাউথ চায়না মর্নিং পোস্ট'-এর একটি প্রতিবেদন অনুসারে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিল এক যুবক। ওই যুবক লিউ নামে এক মহিলার প্রেমে পড়েন। মন দিলেও সেই কথা মুখে বলে উঠতে পারছিলেন না কিছুতেই। শেষে একদিন ঠিক করলেন সাহস করে মনের কথাটা এবার বলতেই হবে। সেই মতো এক রেস্তোরাঁয় নিয়ে গিয়ে প্রেম প্রস্তাব দেবেন বলে ঠিক করেন তিনি।

3 / 7
প্রেমিকার জন্য একটি আংটি কিনে আনেন তিনি। স্পেশাল অর্ডার দিয়ে একটি কাপ কেক তৈরি করান তিনি। সেই কাপ কেকের মধ্যেই লুকিয়ে রাখেন আংটি। ভেবেছিলেন কাপ কেকে কামড় বসালেই দেখতে পাবেন আংটি। কিন্তু বাস্তবে যা ঘটে তা কল্পনাও করতে পারেননি যুবক।

প্রেমিকার জন্য একটি আংটি কিনে আনেন তিনি। স্পেশাল অর্ডার দিয়ে একটি কাপ কেক তৈরি করান তিনি। সেই কাপ কেকের মধ্যেই লুকিয়ে রাখেন আংটি। ভেবেছিলেন কাপ কেকে কামড় বসালেই দেখতে পাবেন আংটি। কিন্তু বাস্তবে যা ঘটে তা কল্পনাও করতে পারেননি যুবক।

4 / 7
খিদের চোটে গোটা কাপ কেকে মুখে পুড়ে দেন প্রেমিকা লিউ। কেক চিবোনোর সময় মুখের ভিতরে শক্ত মতো কিছু একটা বুঝতে পারেন লিউ। এর পরেই বেকারিতে গিয়ে ঝামেলা করতে যাচ্ছিলেন লিউ। কিন্তু সেই সময় যুবক বলেন হতে পারে এটা আংটি, আসলে "আমিই ওটা এনেছিলাম, তোমায় প্রপোজ করব বলে"।

খিদের চোটে গোটা কাপ কেকে মুখে পুড়ে দেন প্রেমিকা লিউ। কেক চিবোনোর সময় মুখের ভিতরে শক্ত মতো কিছু একটা বুঝতে পারেন লিউ। এর পরেই বেকারিতে গিয়ে ঝামেলা করতে যাচ্ছিলেন লিউ। কিন্তু সেই সময় যুবক বলেন হতে পারে এটা আংটি, আসলে "আমিই ওটা এনেছিলাম, তোমায় প্রপোজ করব বলে"।

5 / 7
লিউ সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে একটি পোস্ট শেয়ার করে লেখেন, আমার খুব খিদে পেয়েছিল। আমি ভাব্লাম আমার প্রেমিক কেকটা আমার জন্য অর্ডার করেছে, তাই খেয়ে নিই। খেতে গিয়ে মুখের ভিতর কিছু একটা লাগে। তখন প্রেমিক এসে সবটা জানায়। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এটা একটা রসিকতা। কিন্তু পরতে দেখলাম না ও সিরিয়াস। প্রেমিক বলে আংটি নেই কিন্তু সে কি প্রেম প্রস্তাবটি গ্রহণ করবে?তাঁকে হ্যাঁ বলে লিউ। অর্থাৎ মধুরেণ সমাপয়েৎ।

লিউ সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে একটি পোস্ট শেয়ার করে লেখেন, আমার খুব খিদে পেয়েছিল। আমি ভাব্লাম আমার প্রেমিক কেকটা আমার জন্য অর্ডার করেছে, তাই খেয়ে নিই। খেতে গিয়ে মুখের ভিতর কিছু একটা লাগে। তখন প্রেমিক এসে সবটা জানায়। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এটা একটা রসিকতা। কিন্তু পরতে দেখলাম না ও সিরিয়াস। প্রেমিক বলে আংটি নেই কিন্তু সে কি প্রেম প্রস্তাবটি গ্রহণ করবে?তাঁকে হ্যাঁ বলে লিউ। অর্থাৎ মধুরেণ সমাপয়েৎ।

6 / 7
সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে এই ঘটনা। নেট ব্যবহারকারীরা নানা রকম মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন। "লিউ দাঁতে চিতাবাঘের মতো শক্তি আছে"। আরেকজন লিখেছেন, "এই দম্পতিকে অভিনন্দন, বিশেষ করে চিতার মতো দাঁতওয়ালা কনেকে।" আরেকজন মজা করে লিখেছেন। "আমরা বলতে পারি যে ভালোবাসা সোনাও ভাঙতে পারে"। অন্যজন লিখেছেন, "হীরের আংটি না কেনাটা ভালোই হয়েছে, নাহলে তার দাঁত ভেঙে যেত"।

সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে এই ঘটনা। নেট ব্যবহারকারীরা নানা রকম মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন। "লিউ দাঁতে চিতাবাঘের মতো শক্তি আছে"। আরেকজন লিখেছেন, "এই দম্পতিকে অভিনন্দন, বিশেষ করে চিতার মতো দাঁতওয়ালা কনেকে।" আরেকজন মজা করে লিখেছেন। "আমরা বলতে পারি যে ভালোবাসা সোনাও ভাঙতে পারে"। অন্যজন লিখেছেন, "হীরের আংটি না কেনাটা ভালোই হয়েছে, নাহলে তার দাঁত ভেঙে যেত"।

7 / 7
Follow Us: