AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Brazil Football: তিউনিশিয়াকে পাঁচ গোল, নেইমার-রিচার্লিসনদের দিকে কলা ছুঁড়ল দর্শকরা

প্যারিসের পার্ক দে প্রিন্সেস এরিনায় ছিল ব্রাজিল ও তিউনিশিয়ার মধ্যে প্রীতি ম্যাচ। যদিও সেই ম্যাচে প্রীতির বড়ই অভাব দেখা গেল। ঘটল অবাঞ্ছিত ঘটনা।

| Edited By: | Updated on: Sep 28, 2022 | 3:02 PM
Share
প্যারিসের পার্ক দে প্রিন্সেস এরিনায় ছিল ব্রাজিল ও তিউনিশিয়ার মধ্যে প্রীতি ম্যাচ। যদিও সেই ম্যাচে প্রীতির বড়ই অভাব দেখা গেল।  ঘটল অবাঞ্ছিত ঘটনা।(ছবি:টুইটার)

প্যারিসের পার্ক দে প্রিন্সেস এরিনায় ছিল ব্রাজিল ও তিউনিশিয়ার মধ্যে প্রীতি ম্যাচ। যদিও সেই ম্যাচে প্রীতির বড়ই অভাব দেখা গেল। ঘটল অবাঞ্ছিত ঘটনা।(ছবি:টুইটার)

1 / 5
মঙ্গলবার রাতের ম্যাচে ৫-১ গোলে বড় জয় পেয়েছে ব্রাজিল। ব্রাজিলের খেলোয়াড়দের উদযাপনের সময় দর্শকাসন থেকে ছুড়ে মারা হয় কলা। অভিযোগ, কলাটি রিচার্লিসনকে তাক করে ছুড়ে মারা হয়। মিডফিল্ডার ফ্রেড বাঁ পায়ের লাথিতে কলাটি টাচ লাইনের বাইরে পাঠান।(ছবি:টুইটার)

মঙ্গলবার রাতের ম্যাচে ৫-১ গোলে বড় জয় পেয়েছে ব্রাজিল। ব্রাজিলের খেলোয়াড়দের উদযাপনের সময় দর্শকাসন থেকে ছুড়ে মারা হয় কলা। অভিযোগ, কলাটি রিচার্লিসনকে তাক করে ছুড়ে মারা হয়। মিডফিল্ডার ফ্রেড বাঁ পায়ের লাথিতে কলাটি টাচ লাইনের বাইরে পাঠান।(ছবি:টুইটার)

2 / 5
ম্যাচে জোড়া গোল করলেন রাফিনিয়া। বাকি গোলগুলি রিচার্লিসন, নেইমার ও পেড্রোর। ম্যাচের প্রথম ১১ মিনিটে গোল করে এগিয়ে দেন রাফিনিয়া। পেনাল্টি থেকে গোল করেন নেইমার।(ছবি:টুইটার)

ম্যাচে জোড়া গোল করলেন রাফিনিয়া। বাকি গোলগুলি রিচার্লিসন, নেইমার ও পেড্রোর। ম্যাচের প্রথম ১১ মিনিটে গোল করে এগিয়ে দেন রাফিনিয়া। পেনাল্টি থেকে গোল করেন নেইমার।(ছবি:টুইটার)

3 / 5
এদিকে ম্যাচের ৪২ মিনিটে নেইমারকে জঘন্য ফাউল করেন ডিলান ব্রন। ভয় পেয়ে যান ব্রাজিল সমর্থকরা।(ছবি:টুইটার)

এদিকে ম্যাচের ৪২ মিনিটে নেইমারকে জঘন্য ফাউল করেন ডিলান ব্রন। ভয় পেয়ে যান ব্রাজিল সমর্থকরা।(ছবি:টুইটার)

4 / 5
ঘটনায় বেজায় ক্ষুব্ধ ব্রাজিল কোচ তিতে। তাঁর অভিযোগ, নেইমার যাতে বিশ্বকাপে না  খেলতে পারে তাই এভাবে আঘাত করা হয়েছে।(ছবি:টুইটার)

ঘটনায় বেজায় ক্ষুব্ধ ব্রাজিল কোচ তিতে। তাঁর অভিযোগ, নেইমার যাতে বিশ্বকাপে না খেলতে পারে তাই এভাবে আঘাত করা হয়েছে।(ছবি:টুইটার)

5 / 5