Bangla NewsPhoto gallery Brazil National team players are surprised with a personalized hotel room at 2022 World Cup
FIFA World Cup 2022: ছেলেবেলার ছবি দিয়ে সাজানো ঘর! কাতারের হোটেল চমকে দিল সেলেকাওদের
হোটেল রুমে পা দিয়েই চমকে গিয়েছিলেন নেইমার জুনিয়র, থিয়েগো সিলভারা। টানটান করে পাতা ধবধবে সাদা বিছানার ঠিক মাথার উপরে একটি ফটো ফ্রেম। তাতে শিশু বয়সের মিষ্টি একটা ছবি। দোহার হোটেল রুমের দরজায়, রুমের দেওয়ালে টাঙানো সেই বাচ্চাবেলার ছবি দেখে নস্ট্যালজিক সেলেকাওরা।