Qatar World Cup 2022: সেজে উঠেছে মানাউস, ব্রাজিলের জন্য চলছে প্রার্থনা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 20, 2022 | 1:33 PM

আজ কাতারে শুরু হচ্ছে এ বারের ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের সব চেয়ে সফল দল ব্রাজিল দোহায় পৌঁছেছে সব চেয়ে শেষে। শনিবার গভীর রাতে দোহায় পা রেখেছেন নেইমার-সহ গোটা ব্রাজিল দল। পেলের দেশ যেন এ বারও বিশ্বকাপ জেতে তার জন্য প্রার্থনা চলছে ব্রাজিলের শহর মানাউসে।

1 / 5
আজ কাতারে শুরু হচ্ছে এ বারের ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের সব চেয়ে সফল দল ব্রাজিল দোহায় পৌঁছেছে সব চেয়ে শেষে। শনিবার গভীর রাতে দোহায় পা রেখেছেন নেইমার-সহ গোটা ব্রাজিল দল। পেলের দেশ যেন এ বারও বিশ্বকাপ জেতে তার জন্য প্রার্থনা চলছে ব্রাজিলের শহর মানাউসে। (Pic Courtesy-geglobo Twitter)

আজ কাতারে শুরু হচ্ছে এ বারের ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের সব চেয়ে সফল দল ব্রাজিল দোহায় পৌঁছেছে সব চেয়ে শেষে। শনিবার গভীর রাতে দোহায় পা রেখেছেন নেইমার-সহ গোটা ব্রাজিল দল। পেলের দেশ যেন এ বারও বিশ্বকাপ জেতে তার জন্য প্রার্থনা চলছে ব্রাজিলের শহর মানাউসে। (Pic Courtesy-geglobo Twitter)

2 / 5
ফিফা বিশ্বকাপে মোট পাঁচ বার জিতেছে সেলেকাওরা। দেখতে দেখতে ছয় নম্বর বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে ব্রাজিল। কিংবদন্তি পেলেও এ বার বাজি ধরেছেন নিজের দেশে। এ বার ব্রাজিলের জন্য প্রার্থনায় মগ্ন তাদের শহর মানাউসে। (Pic Courtesy-geglobo Twitter)

ফিফা বিশ্বকাপে মোট পাঁচ বার জিতেছে সেলেকাওরা। দেখতে দেখতে ছয় নম্বর বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে ব্রাজিল। কিংবদন্তি পেলেও এ বার বাজি ধরেছেন নিজের দেশে। এ বার ব্রাজিলের জন্য প্রার্থনায় মগ্ন তাদের শহর মানাউসে। (Pic Courtesy-geglobo Twitter)

3 / 5
কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দলের মধ্যে সব থেকে শেষে দোহায় এসে পৌঁছেছে ব্রাজিল। গত এক সপ্তাহ ইতালির শহর তুরিনে অনুশীলন করেছেন নেইমাররা। (Pic Courtesy-geglobo Twitter)

কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দলের মধ্যে সব থেকে শেষে দোহায় এসে পৌঁছেছে ব্রাজিল। গত এক সপ্তাহ ইতালির শহর তুরিনে অনুশীলন করেছেন নেইমাররা। (Pic Courtesy-geglobo Twitter)

4 / 5
২০১৮ সালের বিশ্বকাপে বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়ে কাপ যাত্রা শেষ করেছিল ব্রাজিল। এ বারের টুর্নামেন্টে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ নভেম্বর। নেইমারদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সার্বিয়া। (Pic Courtesy-geglobo Twitter)

২০১৮ সালের বিশ্বকাপে বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়ে কাপ যাত্রা শেষ করেছিল ব্রাজিল। এ বারের টুর্নামেন্টে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ নভেম্বর। নেইমারদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সার্বিয়া। (Pic Courtesy-geglobo Twitter)

5 / 5
২০ বছর আগে ব্রাজিল শেষ বার বিশ্বকাপ জিতেছিল। এ বার নেইমারের হাত ধরে ষষ্ঠ বার বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে কোটি কোটি ব্রাজিলের সমর্থকরা। (Pic Courtesy-geglobo Twitter)

২০ বছর আগে ব্রাজিল শেষ বার বিশ্বকাপ জিতেছিল। এ বার নেইমারের হাত ধরে ষষ্ঠ বার বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে কোটি কোটি ব্রাজিলের সমর্থকরা। (Pic Courtesy-geglobo Twitter)

Next Photo Gallery