Brett Lee Birthday: জন্মদিনে গতির রাজা ব্রেট লি…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 08, 2022 | 10:00 AM

পেস বোলার। শুরুতেই যে কয়েকটি নাম মনে আসতে পারে, তার একটি নিঃসন্দেহে ব্রেট লি। তাঁর গতির তীব্রতা ব্য়াটসম্যানরাই টের পেতেন। ক্রিকেটপ্রেমীরা স্পিডমিটারে চোখ রেখে অবাক ভঙ্গিমায় তাকাতেন। আজ অজি ক্রিকেটার 'গতির রাজা' ব্রেট লির জন্মদিন।

1 / 5
পেস বোলার। শুরুতেই যে কয়েকটি নাম মনে আসতে পারে, তার একটি নিঃসন্দেহে ব্রেট লি (Brett Lee)। তাঁর গতির তীব্রতা ব্য়াটসম্যানরাই টের পেতেন।  ক্রিকেটপ্রেমীরা স্পিডমিটারে চোখ রেখে অবাক ভঙ্গিমায় তাকাতেন। আজ অজি ক্রিকেটার 'গতির রাজা' ব্রেট লির জন্মদিন (Birthday)। (ছবি : টুইটার)

পেস বোলার। শুরুতেই যে কয়েকটি নাম মনে আসতে পারে, তার একটি নিঃসন্দেহে ব্রেট লি (Brett Lee)। তাঁর গতির তীব্রতা ব্য়াটসম্যানরাই টের পেতেন। ক্রিকেটপ্রেমীরা স্পিডমিটারে চোখ রেখে অবাক ভঙ্গিমায় তাকাতেন। আজ অজি ক্রিকেটার 'গতির রাজা' ব্রেট লির জন্মদিন (Birthday)। (ছবি : টুইটার)

2 / 5
ভারতের বিরুদ্ধে মেলবোর্নে টেস্ট অভিষেক হয়েছিল ব্রেট লির। অভিষেকেই পাঁচ উইকেট। ডেনিস লিলির পর দ্বিতীয় অজি ( Australia) বোলার হিসেবে টেস্ট অভিষেকে ৫-র বেশি উইকেটের নজির গড়েছিলেন। ভারতের বিরুদ্ধে যেমন জ্বলে উঠতেন, তেমনই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কও দারুণ ব্রেট লির। (ছবি : টুইটার)

ভারতের বিরুদ্ধে মেলবোর্নে টেস্ট অভিষেক হয়েছিল ব্রেট লির। অভিষেকেই পাঁচ উইকেট। ডেনিস লিলির পর দ্বিতীয় অজি ( Australia) বোলার হিসেবে টেস্ট অভিষেকে ৫-র বেশি উইকেটের নজির গড়েছিলেন। ভারতের বিরুদ্ধে যেমন জ্বলে উঠতেন, তেমনই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কও দারুণ ব্রেট লির। (ছবি : টুইটার)

3 / 5
অনবদ্য পারফরম্যান্স ২০০৩ বিশ্বকাপে। চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ১০ ম্যাচে ২২ উইকেট নিয়ে সে বারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী হয়েছিলেন। টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি তিন ফর্ম্যাটেই অন্যতম সেরা ব্রেট লি (Pacer)। (ছবি : টুইটার)

অনবদ্য পারফরম্যান্স ২০০৩ বিশ্বকাপে। চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ১০ ম্যাচে ২২ উইকেট নিয়ে সে বারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী হয়েছিলেন। টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি তিন ফর্ম্যাটেই অন্যতম সেরা ব্রেট লি (Pacer)। (ছবি : টুইটার)

4 / 5
চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। ২০০৭ সালের উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন তিনি। (ছবি : টুইটার)

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। ২০০৭ সালের উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন তিনি। (ছবি : টুইটার)

5 / 5
আইপিএলে খেলার সুবাদে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছের মানুষ ব্রেট লি। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে আইপিএলও জিতেছেন। পেশাদার ক্রিকেট ছাড়লেও ধারাভাষ্যের মাধ্যমে ক্রিকেটের সঙ্গে এখনও রয়েছেন ব্রেট লি। তাঁর সম্পর্কে লেখা, 'শেষ' করা সম্ভব, তবে 'সম্পূর্ণ' করা নয়। (ছবি : টুইটার)

আইপিএলে খেলার সুবাদে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছের মানুষ ব্রেট লি। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে আইপিএলও জিতেছেন। পেশাদার ক্রিকেট ছাড়লেও ধারাভাষ্যের মাধ্যমে ক্রিকেটের সঙ্গে এখনও রয়েছেন ব্রেট লি। তাঁর সম্পর্কে লেখা, 'শেষ' করা সম্ভব, তবে 'সম্পূর্ণ' করা নয়। (ছবি : টুইটার)

Next Photo Gallery