Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Brides in White: বিয়েতে সাদা শাড়ি পরার চলকে অন্য মাত্রায় নিয়ে গেছেন যে সকল তারকা

বলিউডে যে সমস্ত তারকা তাঁদের বিয়েতে সাদা পোশাক পরেছিলেন এক নজরে তাঁদের দেখে নিন...

| Edited By: | Updated on: Aug 18, 2021 | 1:56 PM
মিরা কাপুর ২০১৫ সালের জুলাই মাসে শহীদ কাপুরকে বিয়ে করেন। তাঁর এই বিশেষ দিনে তিনি মণীশ মালহোত্রার ডিজাইন করা একটি সাদা টপ এবং নীল লেহেঙ্গা পরেন। আইভোরি রঙের সঙ্গে গাঢ় নীল রঙ মিশে এই লেহেঙ্গার রঙ ফুটে উঠেছিল।

মিরা কাপুর ২০১৫ সালের জুলাই মাসে শহীদ কাপুরকে বিয়ে করেন। তাঁর এই বিশেষ দিনে তিনি মণীশ মালহোত্রার ডিজাইন করা একটি সাদা টপ এবং নীল লেহেঙ্গা পরেন। আইভোরি রঙের সঙ্গে গাঢ় নীল রঙ মিশে এই লেহেঙ্গার রঙ ফুটে উঠেছিল।

1 / 6
২০১৮ সালে পেটার 'পারসন অব দ্য ইয়ার' হয়েছিলেন সোনম। তিনিও ভেগানিজমের অনুসারী। নিজের ফ্যাশন ব্র্যান্ডের হ্যান্ডব্যাগেও পশুর চামড়া দিয়ে তৈরি ব্যাগ রাখেন না তিনি।

২০১৮ সালে পেটার 'পারসন অব দ্য ইয়ার' হয়েছিলেন সোনম। তিনিও ভেগানিজমের অনুসারী। নিজের ফ্যাশন ব্র্যান্ডের হ্যান্ডব্যাগেও পশুর চামড়া দিয়ে তৈরি ব্যাগ রাখেন না তিনি।

2 / 6
নেহা কাক্কর ২০২০ সালের অক্টোবরে রোহনপ্রীত সিংকে বিয়ে করেন। তাঁর বিয়ের দিন তিনি ফাল্গুনী এবং শেন ময়ূরের ডিজাইন করা একটি আইভোরি সাদা লেহেঙ্গা পরেন। তাঁর লেহেঙ্গাটি বেশ ভারী  সূচিকর্মের প্যাটার্নে ভর্তি ছিল।

নেহা কাক্কর ২০২০ সালের অক্টোবরে রোহনপ্রীত সিংকে বিয়ে করেন। তাঁর বিয়ের দিন তিনি ফাল্গুনী এবং শেন ময়ূরের ডিজাইন করা একটি আইভোরি সাদা লেহেঙ্গা পরেন। তাঁর লেহেঙ্গাটি বেশ ভারী সূচিকর্মের প্যাটার্নে ভর্তি ছিল।

3 / 6
রুবিনা দিলাইক ২০১৮ সালের জুনে অভিনব শুক্লাকে বিয়ে করেছিলেন। এই বিশেষ দিনে, তিনি ফুলের ছাপের সাদা লেহেঙ্গা পরেছিলেন। যার মধ্যে গোটা-পাট্টি এমব্রয়ডারি করা পাড় ছিল। তাঁর ব্লাউজ ছোট ছোট ফুলের ছাপ দিয়ে ভরা ছিল এবং তিন-চতুর্থাংশ হাতা ছিল।

রুবিনা দিলাইক ২০১৮ সালের জুনে অভিনব শুক্লাকে বিয়ে করেছিলেন। এই বিশেষ দিনে, তিনি ফুলের ছাপের সাদা লেহেঙ্গা পরেছিলেন। যার মধ্যে গোটা-পাট্টি এমব্রয়ডারি করা পাড় ছিল। তাঁর ব্লাউজ ছোট ছোট ফুলের ছাপ দিয়ে ভরা ছিল এবং তিন-চতুর্থাংশ হাতা ছিল।

4 / 6
নাতাশা দালাল ২০২১ সালের জানুয়ারিতে বরুণ ধাওয়ানকে বিয়ে করেন। তাঁর মেহেন্দি অনুষ্ঠানের জন্য নাতাশা সোনালি মাইক্রো-ফ্লোরালের জটিল কাজের একটি সাদা লেহেঙ্গা পরেন। তাঁর লেহেঙ্গাটি একটি সুন্দর প্যাস্টেল গোলাপী রঙের ছিল।

নাতাশা দালাল ২০২১ সালের জানুয়ারিতে বরুণ ধাওয়ানকে বিয়ে করেন। তাঁর মেহেন্দি অনুষ্ঠানের জন্য নাতাশা সোনালি মাইক্রো-ফ্লোরালের জটিল কাজের একটি সাদা লেহেঙ্গা পরেন। তাঁর লেহেঙ্গাটি একটি সুন্দর প্যাস্টেল গোলাপী রঙের ছিল।

5 / 6
রিয়া কাপুর তাঁর গো-টু ডিজাইনার বন্ধু অনামিকা খান্নার ডিজাইন করা একটি ক্লাসিক সাদা শাড়ি পরেছিলেন। তিনি একটি সুন্দর হাফ হাতা ব্লাউজ পরেছিলেন যাঁর মধ্যে জটিল সুতোর কাজ ছিল। এছাড়াও, তিনি একটি কেপ পরেছিলেন যাতে হাতির দাঁতের সোনালি কাজ করা ছিল।

রিয়া কাপুর তাঁর গো-টু ডিজাইনার বন্ধু অনামিকা খান্নার ডিজাইন করা একটি ক্লাসিক সাদা শাড়ি পরেছিলেন। তিনি একটি সুন্দর হাফ হাতা ব্লাউজ পরেছিলেন যাঁর মধ্যে জটিল সুতোর কাজ ছিল। এছাড়াও, তিনি একটি কেপ পরেছিলেন যাতে হাতির দাঁতের সোনালি কাজ করা ছিল।

6 / 6
Follow Us: