Nirjala Ekadashi 2023: নির্জলা একাদশীর দিন বাড়িতে আনুন ৫ জিনিস, ঘুরে যাবে ভাগ্যে চাকা!

Vastu Tips for home: যদি বাড়িতে বাস্তুদোষ থাকে, তাহলে বাড়িতে আনুন ৫ অলৌকিক জিনিস। ঘরের কোনদিকে, কোথায় রাখবেন, কী কী কিনবেন, তার সবটাই জেনে নিন এখানে..

| Edited By: | Updated on: May 23, 2023 | 7:30 AM
প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জলা একাদশী পালিত হয়। এ বছর নির্জলা একাদশী পালিত হলে আগামী ৩১ মে। এই দিনে বিশ্ব রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর পূজা করা হয়।

প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জলা একাদশী পালিত হয়। এ বছর নির্জলা একাদশী পালিত হলে আগামী ৩১ মে। এই দিনে বিশ্ব রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর পূজা করা হয়।

1 / 8
 হিন্দু ধর্ম অনুযায়ী, নির্জলা একাদশীর উপবাস করলে সকল একাদশীর সমতুল্য ফল পাওয়া যায় বলে মনে করা হয়। সেই সঙ্গে বৃদ্ধি পায় সুখ-সমৃদ্ধিও।

হিন্দু ধর্ম অনুযায়ী, নির্জলা একাদশীর উপবাস করলে সকল একাদশীর সমতুল্য ফল পাওয়া যায় বলে মনে করা হয়। সেই সঙ্গে বৃদ্ধি পায় সুখ-সমৃদ্ধিও।

2 / 8
একাদশী তিথিতে বাস্তুদোষ কাটানোর বিশেষ ব্যবস্থা নেওয়ারও কথা উল্লেখ রয়েছে। যদি সুখ, শান্তি ও ধন-সম্পদ পেতে চান, তাহলে একাদশীর দিন এই জিনিসগুলি অবশ্যই বাড়িতে নিয়ে আসুন।

একাদশী তিথিতে বাস্তুদোষ কাটানোর বিশেষ ব্যবস্থা নেওয়ারও কথা উল্লেখ রয়েছে। যদি সুখ, শান্তি ও ধন-সম্পদ পেতে চান, তাহলে একাদশীর দিন এই জিনিসগুলি অবশ্যই বাড়িতে নিয়ে আসুন।

3 / 8
পৃথিবীর রক্ষক ভগবান বিষ্ণুর কাছে তুলসী প্রিয়। তুলসীকে সম্পদের দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। এর জন্য একাদশীর দিন ভগবান তুলসীর যথাযোগ্য আরাধনা করা উচিত। এদিন অবশ্যই ঘরে তুলসী গাছ লাগান। এর জন্য একাদশীতে তুলসী গাছ অবশ্যই বাড়িতে নিয়ে আসুন।

পৃথিবীর রক্ষক ভগবান বিষ্ণুর কাছে তুলসী প্রিয়। তুলসীকে সম্পদের দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। এর জন্য একাদশীর দিন ভগবান তুলসীর যথাযোগ্য আরাধনা করা উচিত। এদিন অবশ্যই ঘরে তুলসী গাছ লাগান। এর জন্য একাদশীতে তুলসী গাছ অবশ্যই বাড়িতে নিয়ে আসুন।

4 / 8
যদি আর্থিক সমস্যায় পড়ে থাকেন তাহলে একাদশীর দিন বাড়িতে নারিকেল আনুন।  পুজোর সময় নিয়ম করে নারকেল পুজো করে আলমারিতে তুলে রাখুন। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। সেই সঙ্গে দূর হয় আর্থিক সংকটের সমস্যাও।

যদি আর্থিক সমস্যায় পড়ে থাকেন তাহলে একাদশীর দিন বাড়িতে নারিকেল আনুন। পুজোর সময় নিয়ম করে নারকেল পুজো করে আলমারিতে তুলে রাখুন। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। সেই সঙ্গে দূর হয় আর্থিক সংকটের সমস্যাও।

5 / 8
বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘরে মুক্তার খোসা রাখলে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। অর্থের কোনও অভাব নেই। এর জন্য একাদশীর দিন বাড়িতে অবশ্যই মুক্তার শাঁখা আনুন। এই প্রতিকার করলে অর্থের কোনও অভাব হয় না।

বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘরে মুক্তার খোসা রাখলে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। অর্থের কোনও অভাব নেই। এর জন্য একাদশীর দিন বাড়িতে অবশ্যই মুক্তার শাঁখা আনুন। এই প্রতিকার করলে অর্থের কোনও অভাব হয় না।

6 / 8
ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। এর জন্য নির্জলা একাদশীর দিন বাড়িতে অবশ্যই ময়ূরের পালক আনুন। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এমাথায় রাখবেন ঘরে নিয়ে আসুন ৩টি ময়ূরের পালক।

ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। এর জন্য নির্জলা একাদশীর দিন বাড়িতে অবশ্যই ময়ূরের পালক আনুন। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এমাথায় রাখবেন ঘরে নিয়ে আসুন ৩টি ময়ূরের পালক।

7 / 8
বাড়িতে যদি বাস্তু দোষ থাকে, তাহলে একাদশীর দিন বাড়িতে লাফিং বুদ্ধ আনুন। এটি বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখুন। এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। নেতিবাচক শক্তিও দূর হয়।

বাড়িতে যদি বাস্তু দোষ থাকে, তাহলে একাদশীর দিন বাড়িতে লাফিং বুদ্ধ আনুন। এটি বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখুন। এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। নেতিবাচক শক্তিও দূর হয়।

8 / 8
Follow Us: