Bangla News Photo gallery Budget 2023 Expectation: Will Union Finance Minister Nirmala Sitharaman Announce Big Changes in Income Tax Slab
Budget 2023 Expectation: নতুন বছরের বাজেটে চাকরিজীবীদের জন্য আয়করে কি ঘোষণা করা হবে বড় ছাড়?
TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Jan 12, 2023 | 7:30 AM
Income Tax 2023: অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতেও সরকারের উচিত আয়করের ক্ষেত্রে বিশেষ কিছু ছাড় ঘোষণা করা যা করদাতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কর প্রদানে উৎসাহিত করবে।
1 / 5
হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট ২০২৩। এবারের বাজেট নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। বাজেট নিয়ে বিশেষ আশা রাখছেন চাকুরীজীবীরা। ২০২২ সালের আর্থিক বাজেটে আয়করের নিয়মে বিশেষ কোনও পরিবর্তন আনা না হলেও, এবারের বাজেটে আয়করের বোঝা কমাতে বিশেষ কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারে সরকার।
2 / 5
দীর্ঘদিন ধরেই আয়করের উপরে ছাড়ের দাবি জানিয়ে যাচ্ছেন বেতনভুক কর্মীরা। কারণ, দেশের করদাতাদের মধ্যে একটা বড় অংশই সাধারণ চাকুরীরত কর্মীরা। ২০২৪ সালে রয়েছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনের আগে শেষ বাজেট হবে ১ ফেব্রুয়ারির এই বাজেটই। সুতরাং ভোটারদের মন জিততে করের উপরে বিশেষ কোনও ছাড় ঘোষণা করা হতে পারে।
3 / 5
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতেও সরকারের উচিত আয়করের ক্ষেত্রে বিশেষ কিছু ছাড় ঘোষণা করা যা করদাতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কর প্রদানে উৎসাহিত করবে।
4 / 5
করোনা পরবর্তী সময়ে আর্থিক মন্দা ও ধীরগতির আয়ের কারণে চাকরীজীবীদের করে ছাড়ের দাবি সম্পূর্ণ নায্য বলে মনে করা হলেও, আসন্ন বাজেটে আয়কর নিয়ে কোনও ঘোষণা করা হবে না বলেই মনে করা হচ্ছে।
5 / 5
একাধিক অর্থনীতিবিদ জানিয়েছেন, আসন্ন অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারকে একাধিক আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে। আর্থিক মন্দার কারণে ২০২৩-২৪ অর্থবর্ষে জিডিপির প্রবৃদ্ধিও তুলনামূলকভাবে কম হতে পারে বলে মনে করা হচ্ছে।