Budget 2024 Highlights: একনজরে দেখুন বাজেট নিয়ে নির্মলার ৯ বড় ঘোষণা

অংশুমান গোস্বামী | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 24, 2024 | 5:03 PM

Budget Costlier and Cheaper items: তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট বক্তৃতায় একাধিক বড় ঘোষণা করেছেন তিনি। বাজেটে কোন কোন জিনিসের দাম কমার ঘোষণা হল? কোন কোন জিনিসের দাম বাড়ল? আর কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী। একনজরে দেখুন সেই সব তথ্য।

1 / 10
তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট বক্তৃতায় একাধিক বড় ঘোষণা করেছেন তিনি। আসুন এক নজরে দেখে নিই নির্মলার ৯ বড় ঘোষণা।

তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট বক্তৃতায় একাধিক বড় ঘোষণা করেছেন তিনি। আসুন এক নজরে দেখে নিই নির্মলার ৯ বড় ঘোষণা।

2 / 10
২০২৪ সালের বাজেটে সোনা, রুপোর উপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করা হয়েছে। এর জেরে দাম কমছে সোনা, রুপোর। ১০ শতাংশ থেকে কমিয়ে তা ৬ শতাংশ করা হয়েছে।

২০২৪ সালের বাজেটে সোনা, রুপোর উপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করা হয়েছে। এর জেরে দাম কমছে সোনা, রুপোর। ১০ শতাংশ থেকে কমিয়ে তা ৬ শতাংশ করা হয়েছে।

3 / 10
মোবাইল ফোন, মোবাইল চার্জার, পিসিবি এবং লিথিয়াম ব্যাটারির উপরও আমদানি শুল্ক কমাবে কেন্দ্রে। এর জেরে মোবাইল ফোন এবং সৌরবিদ্যুতের দাম কমবে।

মোবাইল ফোন, মোবাইল চার্জার, পিসিবি এবং লিথিয়াম ব্যাটারির উপরও আমদানি শুল্ক কমাবে কেন্দ্রে। এর জেরে মোবাইল ফোন এবং সৌরবিদ্যুতের দাম কমবে।

4 / 10
ওষুধের দামের নজর দিয়েছে মোদী সরকার। তিনটি ক্যানসারের ওষুধে আমদানি শুল্ক তুলে নেওয়া হয়েছে। এর জেরে ওই তিনটি ওষুধের দাম কমবে।

ওষুধের দামের নজর দিয়েছে মোদী সরকার। তিনটি ক্যানসারের ওষুধে আমদানি শুল্ক তুলে নেওয়া হয়েছে। এর জেরে ওই তিনটি ওষুধের দাম কমবে।

5 / 10
আয়করের ক্ষেত্রেও চাকরিজীবীরা রেহাই পাবেন বলে জানিয়েছেন সীতারামন। নয়া কর কাঠামোর স্ল্যাভে পরিবর্তন এসেছে।

আয়করের ক্ষেত্রেও চাকরিজীবীরা রেহাই পাবেন বলে জানিয়েছেন সীতারামন। নয়া কর কাঠামোর স্ল্যাভে পরিবর্তন এসেছে।

6 / 10
০-৩ লক্ষ টাকা রোজগারে কোনও কর দিতে হবে না। ৩ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ কর। ৭ থেকে ১০ লক্ষ টাকায় ১০ শতাংশ কর, ১০ থেকে ১২ টাকা রোজগারে ২০ শতাংশ কর। এবং ১৫ লক্ষ টাকার বেশি রোজগারে ৩০ শতাংশ কর দিতে হবে।

০-৩ লক্ষ টাকা রোজগারে কোনও কর দিতে হবে না। ৩ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ কর। ৭ থেকে ১০ লক্ষ টাকায় ১০ শতাংশ কর, ১০ থেকে ১২ টাকা রোজগারে ২০ শতাংশ কর। এবং ১৫ লক্ষ টাকার বেশি রোজগারে ৩০ শতাংশ কর দিতে হবে।

7 / 10
নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে। ৫০ হাজার থেকে তা বাড়িয়ে ৭৫ হাজার করার ঘোষণা করেছেন নির্মলা।

নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে। ৫০ হাজার থেকে তা বাড়িয়ে ৭৫ হাজার করার ঘোষণা করেছেন নির্মলা।

8 / 10
অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত অর্থনৈতিক করিডোর তৈরির কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। এই করিডোর পূর্ব ভারচের সার্বিক উন্নয়নে ত্বরাণ্বিত করবে বলে আশা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত অর্থনৈতিক করিডোর তৈরির কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। এই করিডোর পূর্ব ভারচের সার্বিক উন্নয়নে ত্বরাণ্বিত করবে বলে আশা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

9 / 10
পরিকাঠামো উন্নয়নে জোর কেন্দ্রের। চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে ১১.১১ লক্ষ কোটি টাকা। এই টাকা ভারতের জিডিপি-র ৩.৪ শতাংশ।

পরিকাঠামো উন্নয়নে জোর কেন্দ্রের। চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে ১১.১১ লক্ষ কোটি টাকা। এই টাকা ভারতের জিডিপি-র ৩.৪ শতাংশ।

10 / 10
আমদানি শুল্ক বৃদ্ধি করায় প্লাস্টিকজাত দ্রব্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়ে যাচ্ছে।

আমদানি শুল্ক বৃদ্ধি করায় প্লাস্টিকজাত দ্রব্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়ে যাচ্ছে।

Next Photo Gallery