Budget 2024 Expectations: চাকরির সুযোগ বাড়তে পারে, অর্থনীতিকে পোক্ত করতে MSME-তেও বিশেষ নজর দিতে পারেন নির্মলা
Budget 2024 Expectations: মনে করা হচ্ছে, এমন ক্ষেত্রে জোর দেওয়া হবে, যেখানে কর্মসংস্থান বাড়ে। উৎপাদন, প্রযুক্তির দিকেও বিশেষ গুরুত্ব দিতে পারেন সীতারামন।
1 / 5
সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সদ্য লোকসভা নির্বাচন শেষে তৃতীয়বার ক্ষমতায় এসেছে মোদী সরকার। শুরু থেকেই বিরোধীরা বিভিন্ন ইস্যুতে সরকারের ওপর চাপ তৈরি করার চেষ্টা করছে। তাই অর্থনীতিকে আরও বেশি পোক্ত করার দিকে কেন্দ্রীয় সরকারকে নজর দিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
2 / 5
এমএসএমই (MSME) সেক্টরে বরাদ্দ বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। নজরে থাকবে হাইওয়ে ও রেলওয়ে। এছাড়া স্বনির্ভর গোষ্ঠীগুলি যাতে আর্থিকভাবে আরও বেশি সমর্থ হতে পারে, সেদিকে জোর দেওয়া হবে বলে অনুমান বিশ্লেষকদের।
3 / 5
সবথেকে সাধারণ মধ্যবিত্ত মানুষ, যেদিকে সবথেকে বেশি নজর দেবেন তা হল ট্যাক্স। করের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হতে পারে কি না। বর্তমানে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও ট্যাক্স দিতে হয় না।
4 / 5
মনে করা হচ্ছে, এমন ক্ষেত্রে জোর দেওয়া হবে, যেখানে কর্মসংস্থান বাড়ে। উৎপাদন, প্রযুক্তির দিকেও বিশেষ গুরুত্ব দিতে পারেন সীতারামন। মনে করা হচ্ছে, এই ক্ষেত্রগুলিতে জোর দিলেই তবেই অর্থনীতির ভিত আরও শক্ত হবে।
5 / 5
স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হবে, এমন আশাও করা হচ্ছে। কারণ সাধারণ মানুষের প্রাথমিক চাহিদাগুলির মধ্যে অন্যতম এই স্বাস্থ্য ও শিক্ষা।