Home Decoration Tips: এই শীতে বদলে ফেলুন বাড়ির ইন্টেরিয়র! কম খরচে কী ভাবে সাজাবেন রইল আইডিয়া

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 07, 2021 | 10:38 PM

Home Decoration: রোজকার একই দেওয়াল, কুশান কভার, পর্দা দেখতে দেখতে সবারই এক ঘেঁয়েমি আসে। বিশেষত ওয়ার্ক ফ্রম হোমে এই সমস্যা সকলেরই হচ্ছে। শুধু তাই নয় বাড়ি থেকে বেরনোর সুযোগও নেই।

1 / 5
 শীত মানেই উৎসবের মরশুম। চারিদিক সেজে ওঠে আলোতে। এছাড়াও বাড়িতে বাড়িতে হয় পার্টির। আর তাই এই মরশুমে সাজিয়ে ফেলুন আপনার সাধের বাড়ি।

শীত মানেই উৎসবের মরশুম। চারিদিক সেজে ওঠে আলোতে। এছাড়াও বাড়িতে বাড়িতে হয় পার্টির। আর তাই এই মরশুমে সাজিয়ে ফেলুন আপনার সাধের বাড়ি।

2 / 5
প্রথমেই বদলে ফেলুন ওয়াল পেপার। খরচাও কম আর দেখতেও সুন্দর লাগবে। সেই সঙ্গে দেওয়ালের ক্ষত ঢাকতেও কিন্তু ভাল কাজ করে।

প্রথমেই বদলে ফেলুন ওয়াল পেপার। খরচাও কম আর দেখতেও সুন্দর লাগবে। সেই সঙ্গে দেওয়ালের ক্ষত ঢাকতেও কিন্তু ভাল কাজ করে।

3 / 5
বাড়ির মধ্যে আগুন পোহানোর জন্য একটা ছোট্ট জায়গা রাখতে পারেন। শীতের রাতে এমন ওম কিন্তু মন্দ লাগে না।

বাড়ির মধ্যে আগুন পোহানোর জন্য একটা ছোট্ট জায়গা রাখতে পারেন। শীতের রাতে এমন ওম কিন্তু মন্দ লাগে না।

4 / 5
শীতে নানা রকমের ফুল পাওয়া যায় বাজারে। সেই সঙ্গে অনেকদিন ভালও থাকে। আর তাই নানা রকম ফুল এনে সাজিয়ে রাখুন ফুলদানিতে।

শীতে নানা রকমের ফুল পাওয়া যায় বাজারে। সেই সঙ্গে অনেকদিন ভালও থাকে। আর তাই নানা রকম ফুল এনে সাজিয়ে রাখুন ফুলদানিতে।

5 / 5
সিঁড়িতে সুন্দর করে আলো লাগান। সিঁড়িতে ওঠার মুখে রাখুন বাহারি ইন্ডোর প্ল্যান্ট। এতেও কিন্তু দেখতে ভাল লাগবে।

সিঁড়িতে সুন্দর করে আলো লাগান। সিঁড়িতে ওঠার মুখে রাখুন বাহারি ইন্ডোর প্ল্যান্ট। এতেও কিন্তু দেখতে ভাল লাগবে।

Next Photo Gallery