Bride: বিয়ের পর এই সব সমস্যার সম্মুখীন হতে হয় সব ভারতীয় মেয়েদেরই …
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Dec 07, 2021 | 10:33 PM
ছোট থেকে যে বাড়িতে বেড়ে ওঠা, সেই বাড়িকে ছেড়ে যেতে কারই বা ভাল লাগে। যতই কর্মসূত্রে বাড়ির বাইরে থাকা হোক না কেন। এই দিনটায় সব মেয়ের মনেই ভিড় করে আসে অজস্র স্মৃতি। এছাড়াও আরও যে যে সমস্যার স্মুখীন হয় সব মেয়েরাই
1 / 5
প্রত্যেক মেয়ের জীবনেই বিয়ে একটা বড় মাইলফলক। চেনা পরিবেশ, চেনা মানুষদের ছেড়ে নতুন একটা পরিবেশে মানিয়ে নেওয়া, নতুন সম্পর্ক তৈরি... সব মিলিয়ে একটা মেয়ের উপর অনেক রকম চাপ থাকে।
2 / 5
হঠাৎ করে অন্য কাউকে মা কিংবা বাবা ডাকতে সবারই একটু সমস্যা হয়। কারণ প্রত্যেক সন্তানের কাছে তার মা-বাবা খুবই স্পেশ্যাল। এছাড়াও শ্বশুরবাড়িতে তৈরি হয় নতুন সম্পর্ক। যা নিয়ে সকলেই কিন্তু একটু চাপেই থাকেন।
3 / 5
বিয়ের দিনটা মেয়েদের কাছে বখুবই পরিশ্রমের। সকাল থেকে নানা অনুষ্ঠান, উপোস পর্ব মিটিয়ে মাঝরাতে বিয়ে। পরদিন আবার শ্বশুরবাড়ি যাওয়া, সেখানেও থাকে নানা রকমের অনুষ্ঠান। আর এত সবের পর নিজের বিশ্রাম নেওয়ার মতো সুযোগও থাকে না।
4 / 5
কোথাও গিয়ে বিয়ের পর মেয়েদের একটু একা লাগে। নতুন বাড়িতে সকলেই যে আপনার পূর্ব পরিচিত এমনটা হয় না। এছাড়াও বিয়ের কাজে সকলেই ব্যস্ত থাকেন। তাঁকে সময় দেওয়ার মত বা তাঁর সঙ্গে কথা বলার মত কেউই থাকেন না।
5 / 5
বাড়ির জন্য কোথাও একটা মন খারাপ তো থাকেই। সকলেই চান কত দ্রুত সব কাজ মিটিয়ে নিজের বাড়িতে ফিরে যাবেন। তই হোক, শ্বশুরবাড়ি অন্যের বাড়ি। সেখানে মানিয়ে নেওয়ার মত সুযোগ সকলের থাকে না।