AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flipkart Big Saving Days সেলে 40,000 টাকা দামের একাধিক Smart TV মাত্র 30,000 টাকায়

Smart Tv Offer: নতুন বছরে আপনি যদি নতুন স্মার্টটিভি কেনার প্ল্যান করে থাকেন, তবে এর থেকে ভাল সুযোগ হয়তো পাবেন না। ফ্লিপকার্ট (Flipkart) তাদের নতুন সেল নিয়ে হাজির হয়ে গিয়েছে আপনাদের জন্য।

| Edited By: | Updated on: Dec 18, 2022 | 11:34 AM
Share
Mi Ultra HD Android Smart LED TV: এই অ্যান্ড্রয়েড টিভিতে প্রসেসর হিসেবে রয়েছে Amlogic Cortex A53 প্রসেসর। ডিসপ্লে রেজোলিউশন হল 3840X2160। এই স্মার্টটিভি অ্যান্ড্রয়েড OS ভার্সনে চলবে। স্টোরেজ রয়েছে 2GBRAM ও 8GB ইন্টারনাল মেমোরি। এই 50 ইঞ্চির স্মার্ট টিভির দাম 38,999 টাকা। এতে রয়েছে আলট্রা এইচডি ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট 60HZ।

Mi Ultra HD Android Smart LED TV: এই অ্যান্ড্রয়েড টিভিতে প্রসেসর হিসেবে রয়েছে Amlogic Cortex A53 প্রসেসর। ডিসপ্লে রেজোলিউশন হল 3840X2160। এই স্মার্টটিভি অ্যান্ড্রয়েড OS ভার্সনে চলবে। স্টোরেজ রয়েছে 2GBRAM ও 8GB ইন্টারনাল মেমোরি। এই 50 ইঞ্চির স্মার্ট টিভির দাম 38,999 টাকা। এতে রয়েছে আলট্রা এইচডি ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট 60HZ।

1 / 7
আরও ফিচার: এই 2019 মডেলে রয়েছে স্মার্ট টিভি বিল্ট ইন ফিচার। এছাড়া আছে ওয়াইফাই সাপোর্ট। পাওয়া যাবে ডডলবি অডিও এবং ডিটিএস এইচডি সাউন্ড কনফিগারেশন। এই স্মার্টটিভির সাউন্ড আউটপুট 20W। সেইসঙ্গে রয়েছে  3HDMI পোর্ট, 2 ইউএসবি পোর্ট, ওয়াইফাই সাপোর্ট। পাওয়া যাবে প্যাচওয়ালের সুবিধা।

আরও ফিচার: এই 2019 মডেলে রয়েছে স্মার্ট টিভি বিল্ট ইন ফিচার। এছাড়া আছে ওয়াইফাই সাপোর্ট। পাওয়া যাবে ডডলবি অডিও এবং ডিটিএস এইচডি সাউন্ড কনফিগারেশন। এই স্মার্টটিভির সাউন্ড আউটপুট 20W। সেইসঙ্গে রয়েছে 3HDMI পোর্ট, 2 ইউএসবি পোর্ট, ওয়াইফাই সাপোর্ট। পাওয়া যাবে প্যাচওয়ালের সুবিধা।

2 / 7
Philips HD LED Smart TV: এতে রয়েছে ডলবি অ্যাট্মস সারাউন্ড সাউন্ড। পাওয়া যাবে ডডলবি ভিসন এক্সপেরিয়েন্স। এই স্মার্টটিভিতে রয়েছে 60HZ রিফ্রেশ রেটের ডিসপ্লে স্ক্রিন। সঙ্গে রয়েছে ওয়াল মাউন্টের সুবিধাও। এই ডিভাইসের পাওয়া যাবে 4K রেজোলিউশন আলট্রা এইচডি স্মার্ট ডিসপ্লে। সেইসঙ্গে রয়েছে HDR 10+ স্ক্রিন এক্সপেরিয়েন্সের সুবিধা। এই ডিভাইসের অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে লিনাক্স OS, কোয়াড কোর গ্রাফিক্স প্রসেসর।

Philips HD LED Smart TV: এতে রয়েছে ডলবি অ্যাট্মস সারাউন্ড সাউন্ড। পাওয়া যাবে ডডলবি ভিসন এক্সপেরিয়েন্স। এই স্মার্টটিভিতে রয়েছে 60HZ রিফ্রেশ রেটের ডিসপ্লে স্ক্রিন। সঙ্গে রয়েছে ওয়াল মাউন্টের সুবিধাও। এই ডিভাইসের পাওয়া যাবে 4K রেজোলিউশন আলট্রা এইচডি স্মার্ট ডিসপ্লে। সেইসঙ্গে রয়েছে HDR 10+ স্ক্রিন এক্সপেরিয়েন্সের সুবিধা। এই ডিভাইসের অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে লিনাক্স OS, কোয়াড কোর গ্রাফিক্স প্রসেসর।

3 / 7
আরও ফিচার: সেইসঙ্গে আছে স্টেরিও সারাউন্ড সাউন্ড কোয়ালিটি ও ডডলবি অডিওর সুবিধা। স্মার্ট টিভি সাপোর্ট করবে 3HDMI পোর্টস ও ইউএসবি পোর্টের সাপোর্ট। এই ডিভাইসের স্ক্রিন রেশিও 16:9। এছাড়াও সাপোর্ট করবে ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতন ওটিটি প্ল্যাটফর্ম। 50 ইঞ্চি ডিসপ্লের এই মডেলের দাম 40,000 টাকা।

আরও ফিচার: সেইসঙ্গে আছে স্টেরিও সারাউন্ড সাউন্ড কোয়ালিটি ও ডডলবি অডিওর সুবিধা। স্মার্ট টিভি সাপোর্ট করবে 3HDMI পোর্টস ও ইউএসবি পোর্টের সাপোর্ট। এই ডিভাইসের স্ক্রিন রেশিও 16:9। এছাড়াও সাপোর্ট করবে ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতন ওটিটি প্ল্যাটফর্ম। 50 ইঞ্চি ডিসপ্লের এই মডেলের দাম 40,000 টাকা।

4 / 7
Toshiba HD Smart LED Tv: এই স্মার্ট টিভিতে রয়েছে ডলবি ভিশনের সুবিধা। পাওয়া যাবে 4K রেজোলিউশনের 3840X2160 ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট 60HZ। ব্র্যান্ডের এই 50 ইঞ্চি ডিসপ্লে মডেল কেনা যাবে 34,990 টাকায়। এই স্মার্ট এলইডি টিভিতে প্রসেসর হিসেবে রয়েছে Mali470MP গ্রাফিক্স প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে লিনাক্স OS।

Toshiba HD Smart LED Tv: এই স্মার্ট টিভিতে রয়েছে ডলবি ভিশনের সুবিধা। পাওয়া যাবে 4K রেজোলিউশনের 3840X2160 ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট 60HZ। ব্র্যান্ডের এই 50 ইঞ্চি ডিসপ্লে মডেল কেনা যাবে 34,990 টাকায়। এই স্মার্ট এলইডি টিভিতে প্রসেসর হিসেবে রয়েছে Mali470MP গ্রাফিক্স প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে লিনাক্স OS।

5 / 7
আরও ফিচার: পাওয়া যাবে ডলবি অডিও ফিচারও। এই ডিভাইসের থাকবে ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতন ওটিটি প্ল্যাটফর্মের সাপোর্টের সুবিধাও। সেইসঙ্গে রয়েছে ইউএসবি পোর্ট ও এইচডিএমআই পোর্টের সাপোর্ট।

আরও ফিচার: পাওয়া যাবে ডলবি অডিও ফিচারও। এই ডিভাইসের থাকবে ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতন ওটিটি প্ল্যাটফর্মের সাপোর্টের সুবিধাও। সেইসঙ্গে রয়েছে ইউএসবি পোর্ট ও এইচডিএমআই পোর্টের সাপোর্ট।

6 / 7
Kodak HD Smart LED TV: এই 50 ইঞ্চির স্মার্ট টিভি কেনা যাবে 34,999 টাকায়। এই এলইডি টিভিতে রয়েছে ডলবি ডিজিটাল প্লাস সাপোর্ট। সেইসঙ্গে মিলবে দুর্দান্ত ডিটিএস সারাউন্ড সাউন্ড। এই স্মার্ট টিভিতে রয়েছে বেজেল লেস ডিজাইন। টিভিটি কাজ করবে এমইএমসি টেকনোলজিতে। পাওয়া যাবে ওয়াল মাউন্ট ও টেবিল মাউন্টের সুবিধাও। সেইসঙ্গে রয়েছে নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও সহ অন্যান্য অ্যাপের অ্যাক্সেস।

Kodak HD Smart LED TV: এই 50 ইঞ্চির স্মার্ট টিভি কেনা যাবে 34,999 টাকায়। এই এলইডি টিভিতে রয়েছে ডলবি ডিজিটাল প্লাস সাপোর্ট। সেইসঙ্গে মিলবে দুর্দান্ত ডিটিএস সারাউন্ড সাউন্ড। এই স্মার্ট টিভিতে রয়েছে বেজেল লেস ডিজাইন। টিভিটি কাজ করবে এমইএমসি টেকনোলজিতে। পাওয়া যাবে ওয়াল মাউন্ট ও টেবিল মাউন্টের সুবিধাও। সেইসঙ্গে রয়েছে নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও সহ অন্যান্য অ্যাপের অ্যাক্সেস।

7 / 7