গত এক দশকে ব্রাজিলের সবচেয়ে বড় ফুটবলার নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র। নেইমারের প্রতি ব্রাজিলিয়ানদের বড় প্রত্যাশা। অন্তত একটা ফুটবল বিশ্বকাপ তিনি জেতাবেন।(ছবি:টুইটার)
ব্রাজিল পাঁচবারের বিশ্বকাপজয়ী দল। জার্সিতে ফেডারেশনের লোগের ঠিক উপরে জ্বলজ্বল করছে পাঁচটি তারা। সেখানে কি ঠাঁই হবে আরও এক তারার?(ছবি:টুইটার)
বিশ্বকাপজয়ী ফুটবলারের তকমা না থাকায় ব্রাজিলের বহু প্রতিভাবান ফুটবলাররা কিংবদন্তির মর্যাদা পাননি। ইতিহাস তাঁদের শুধু ভালো ফুটবলার হিসেবে মনে রেখেছে। (ছবি:টুইটার)
আরও একবার লাতিন আমেরিকার ফুটবল সর্বস্ব দেশটির বিপুল প্রত্যাশা কাঁধে ৩০ বছরের নেইমারের। সার্বিয়ার বিরুদ্ধে আজ বিশ্বকাপ অভিযান শুরু করছে দেশটি। (ছবি:টুইটার)
বিশ্বকাপ জয় ছাড়াও নেইমার এক বিরাট রেকর্ডের সামনে দাঁড়িয়ে। দেশটির সর্বকালের সেরা ফুটবলার পেলে-র গোলের রেকর্ড ভেঙে যেতে পারে নেইমারের কাছে। আর তিনটি গোল করলেই গোলের নিরিখে পেলে-কে ছুঁয়ে ফেলবেন তিনি। (ছবি:টুইটার)