পরিচালক হিসেবে ডেবিউ কাজ। মূল চরিত্রে অভিনয় করেছিলেন নানা পাটেকর, সালমান খান এবং মণিষা কৈরালা। ১৯৯৬ সালে মুক্তি পায় ‘খামোশি’।
২০০২ সালে মুক্তি পায়। মূল চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান, ঐশ্বর্য রায় এবং মাধুরি দিক্ষীত। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম স্মরণীয় একটা কাজ হয়ে থেকে যাবে ‘দেবদাস’।
অমিতাভ বচ্চন এবং রানি মুখার্জি অভিনীত। ২০০৫ সালে মুক্তি পায় ‘ব্ল্যাক’। এই সিনেমা বলিউডে ফিল্ম মেকিংয়ের একটা মাইলফলক হিসেবে থেকে গেছে।
হৃতিক রোশান এবং ঐশ্বর্য রায় অভিনীত ‘গুজারিশ’ মুক্তি পায় ২০১০ সালে। ছবিটি বাণিজ্যিকভাবে সফল না হলেও, সমালোচকদের মনে বিশেষ যায়গা করে নেয়।
‘রামলীলা’ মুক্তি পায় ২০১৩ সালে। রণবীর সিং ও দীপিকা পাড়ুকনের যে বোঝাপড়া এই সিনেমায় দেখা যায় তা আজও আলোচনার বিষয়।
২০১৫ সালে মুক্তি পায় ‘বাজিরাও মাস্তানি’। প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং ও দীপিকা পাড়ুকন এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটি বাণিজ্যিকভাবে মারাত্মক সাফল্য পায়।
২০১৮ সালে মুক্তি পায় ‘পদ্মাবত’। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর, রণবীর সিং এবং দীপিকা পাড়ুকন। সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই তুমুল সমালোচনার মুখে পড়ে। রিলিজের পর এই সিনেমাটি বাণিজ্যিক ভাবে বিরাট সাফল্য পায়।