U19 Women’s World Cup: হাওড়ায় অকাল দিওয়ালি, শিলিগুড়িতে মিষ্টিমুখ; বাংলা পেল তিন বিশ্বচ্যাম্পিয়ন
এক নয়, রবিবার তিনজন বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটার পেয়ে গেল বাংলা। চুঁচুড়ার তিতাস সাধু, শিলিগুড়ির রিচা ঘোষ এবং হাওড়ার হৃষিতা বাসু। অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপের ফাইনালে খেললেন তিনজনই। ভারতের মেয়েদের ক্রিকেটের ইতিহাসে প্রথম আইসিসি ট্রফি জিততে অনবদ্য অবদান রইল বঙ্গকন্যাদের।
Most Read Stories