নভেম্বর মানেই বাতাসে শীতের আমেজ। সেই সঙ্গে নভেম্বর মানেই বিয়ের মরশুম। দোরগোড়ায় অগ্রহায়ণ। সামনেই যাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁদের এখন প্রস্তুতি তুঙ্গে। প্রত্যেকের জীবনেই অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল এই বিয়ে। জীবনের নতুন অধ্যায়ের শুরু। আর এই বিশেষ দিনটি ঘিরে থাকে অনেক স্বপ্ন। বিয়ে মানেই লালের ঘনঘটা। যদিও এখন অনেকেই এই দিনের জন্য অন্য রং বেছে নেন তবুও পছন্দের তালিকায় এখনও শীর্ষে লাল রং। এমনকী বলিউডের তারকারাও তাঁদের এই বিশেষ দিনের জন্য বেছে নিচ্ছেন লাল রং এর শাড়ি কিংবা লেহঙ্গা। সম্প্রতি রাজকুমার রাও এর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী পত্রলেখা পাল। সব্যসাচীর ডিজাইন করা লাল রঙের বেনারসিতে সেজেছিলেন তিনি। সব থেকে বেশি নেটিজেনদের নজর কেড়েছে পত্রলেখার ওড়না। বিয়ের দিন আর কোন বলি অভিনেত্রীরা সেজেছিলেন লাল শাড়ি-লেহঙ্গায়। দেখে নিন এক নজরে।