UEFA Champions League: এগিয়ে থেকেও ড্র মেসিহীন পিএসজির

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 12, 2022 | 9:30 AM

PSG : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এগিয়ে থেকেও ড্র পিএসজির। ঘরের মাঠে বেনফিকার সঙ্গে ১-১ ড্র মেসিহীন পিএসজির। চোটের কারণে এই ম্যাচ ছিটকে গিয়েছিলেন লিওনেল মেসি। গ্যালারিতে বসে ম্যাচ দেখলেন মেসি।

1 / 5
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) এগিয়ে থেকেও ড্র পিএসজির। ঘরের মাঠে বেনফিকার সঙ্গে ১-১ ড্র মেসিহীন পিএসজির। (ছবি : টুইটার)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) এগিয়ে থেকেও ড্র পিএসজির। ঘরের মাঠে বেনফিকার সঙ্গে ১-১ ড্র মেসিহীন পিএসজির। (ছবি : টুইটার)

2 / 5
চোটের কারণে এই ম্যাচ ছিটকে গিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। গ্যালারিতে বসে ম্যাচ দেখলেন মেসি। (ছবি : টুইটার)

চোটের কারণে এই ম্যাচ ছিটকে গিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। গ্যালারিতে বসে ম্যাচ দেখলেন মেসি। (ছবি : টুইটার)

3 / 5
নেইমার (Neymar jr)-এমবাপে জুটি আক্রমণের ধার বাড়ান। যদিও ম্যাচের দুটি গোলই হয়েছে পেনাল্টি থেকে। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। (ছবি : টুইটার)

নেইমার (Neymar jr)-এমবাপে জুটি আক্রমণের ধার বাড়ান। যদিও ম্যাচের দুটি গোলই হয়েছে পেনাল্টি থেকে। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। (ছবি : টুইটার)

4 / 5
গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে এমবাপে দল ছাড়বেন এমনটাই শোনা যাচ্ছে। যদিও পিএসজি স্পোর্টিং ডিরেক্টর জানিয়েছেন পুরোটাই আপাতত গুজব। (ছবি : টুইটার)

গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে এমবাপে দল ছাড়বেন এমনটাই শোনা যাচ্ছে। যদিও পিএসজি স্পোর্টিং ডিরেক্টর জানিয়েছেন পুরোটাই আপাতত গুজব। (ছবি : টুইটার)

5 / 5
 পিএসজি (PSG) এগিয়ে গেলেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ। ৬২ মিনিটে বেনফিকার (Benfica) হয়ে সমতা ফেরান জোয়াও মারিও। তিনিও পেনাল্টি থেকেই গোল করেন। (ছবি : টুইটার)

পিএসজি (PSG) এগিয়ে গেলেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ। ৬২ মিনিটে বেনফিকার (Benfica) হয়ে সমতা ফেরান জোয়াও মারিও। তিনিও পেনাল্টি থেকেই গোল করেন। (ছবি : টুইটার)

Next Photo Gallery