Mahalaya 2022: আজ মহালয়া, তর্পনের সময় কাদের জন্য কী মন্ত্র পড়বেন, জানুন
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Sep 25, 2022 | 6:00 AM
Pitru Pakha 2022: পিতৃপক্ষে পূর্বপুরুষদের তর্পণ নিবেদন করা শুভ বলে মনে করা হয়। তর্পণ নিবেদনের সময় অবশ্যই মন্ত্র পাঠ করতে হয়। মহালয়ার দিন পুরোহিত ছাড়াই পূর্বপুরুষ সম্পর্কিত মন্ত্রগুলি জপ করতে হবে।
1 / 8
হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের সময়, যমলোক থেকে সমস্ত পূর্বপুরুষ পৃথিবীতে আসেন এবং তাদের পরিবারের সদস্যদের শ্রাধ, তর্পণ বা পিন্ডদান ইত্যাদি করার আশা করেন।
2 / 8
হিন্দুধর্ম বিশ্বাস করে যে কেউ মারা গেলে তারা তাদের বংশধরদের রক্ষা করার জন্য পিতৃর রূপ ধারণ করে। শ্রাদ্ধ শুধুমাত্র পূর্বপুরুষদের মুক্তির জন্য নয়, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যও করা হয়। কথিত আছে পিতৃপক্ষে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করলে তাদের আশীর্বাদ পাওয়া যায়।
3 / 8
পিতৃপক্ষে পূর্বপুরুষদের তর্পণ নিবেদন করা শুভ বলে মনে করা হয়। তর্পণ নিবেদনের সময় অবশ্যই মন্ত্র পাঠ করতে হয়। মহালয়ার দিন পুরোহিত ছাড়াই পূর্বপুরুষ সম্পর্কিত মন্ত্রগুলি জপ করতে হবে।
4 / 8
বাবার জন্য তর্পণের মন্ত্র : গোত্রে অসমতপিতা (পিতার নাম) শর্মা বাসুরূপত ত্রিপ্যতামিদম তিলোদকম গঙ্গা জলম ভা তসমই স্বধা নমঃ, তসমই স্বধা নমঃ, তসমই স্বধা নমঃ।
5 / 8
মায়ের জন্য প্রার্থনার মন্ত্র : গোত্রে অসমানমাতা (মাতার নাম) দেবী বাসুরূপাস্ত ত্রিপ্যতামিদম্ তিলোদকম গঙ্গা জলে তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ।
6 / 8
দাদুর জন্য তর্পনের মন্ত্র: গোত্রে অসমতপিতামহ (পিতামহের নাম) শর্মা বাসুরূপত ত্রিপ্যতমিদম তিলোদকম গঙ্গা জলম ভা তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ।
7 / 8
ঠাকুমার তর্পণে জল নিবেদন করার মন্ত্র: গোত্রে পিতাম (ঠাকুমার নাম) দেবী বাসুরূপাস্ত ত্রিপত্যমিদম তিলোদকম গঙ্গা জলে তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ।
8 / 8
পিতৃ গায়ত্রী মন্ত্র : জ্যোতিষশাস্ত্র অনুসারে, আপনি যদি পৃথক মন্ত্রগুলি পাঠ করতে অক্ষম হন তবে আপনি আপনার পূর্বপুরুষদের পরিত্রাণের জন্য পিতৃ গায়ত্রী পাঠ করতে পারেন। পিতৃ গায়ত্রী মন্ত্র পাঠ করা পূর্বপুরুষদের আত্মাকেও শান্তি দেয়। পিতৃ গায়ত্রী মন্ত্রঃ ওম পিতৃগনয়া বিদমহে জগৎ ধারিণী ধীমহি তন্নো পিত্রো প্রচোদয়াৎ। দেবতাভ্যাঃ পিতৃভ্যাশ্চ মহাযোগীভ্যা ও চ। নমঃ স্বহায়ে স্বদয়াই নিত্যমেব নমো নমঃ। আদ্য-ভূতায় বিদমহে সর্ব-সেব্যয় ধীমহি। শিব-শক্তি-গঠিত পিতৃ-দেব প্রচোদয়াৎ।