Bangla News Photo gallery East Bengal Reserve Team set to start their Calcutta Football League Campaign against Khiderpore SC
CFL 2022: লিগ অভিযানে লাল-হলুদের ভরসা জেসিন, মহিতোষরা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Sep 25, 2022 | 6:00 AM
মহালয়ায় কলকাতা লিগ অভিযানে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ খিদিরপুর স্পোর্টিং ক্লাব। রিজার্ভ দল নিয়েই নৈহাটিতে কলকাতা লিগ অভিযানে নামছে লাল-হলুদ। বিদেশিহীন দলে জেসিন, মহিতোষ, নবিরাই ভরসা বিনো জর্জের। তন্ময়, দীপেন্দু দোয়ারিদের খিদিরপুরে আছে দুই বিদেশি। সেট পিস থেকেই গোল তোলার বিশেষ অনুশীলন লাল-হলুদের।
1 / 5
মহালয়ায় কলকাতা লিগ অভিযানে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ খিদিরপুর স্পোর্টিং ক্লাব (Khiderpore SC)। (Pic Courtesy- Emami East Bengal)
2 / 5
রিজার্ভ দল নিয়েই নৈহাটিতে কলকাতা লিগ অভিযানে নামছে লাল-হলুদ। বিদেশিহীন দলে জেসিন, মহিতোষ, নবিরাই ভরসা বিনো জর্জের। (Pic Courtesy- Emami East Bengal)
3 / 5
তন্ময়, দীপেন্দু দোয়ারিদের খিদিরপুরে আছে দুই বিদেশি। সেট পিস থেকেই গোল তোলার বিশেষ অনুশীলন লাল-হলুদের।(Pic Courtesy- Emami East Bengal)
4 / 5
শনিরাত অবধি ইস্টবেঙ্গলের অধিকাংশ ফুটবলারদের এনওসি আসেনি। যার ফলে তাঁদের রবিবারের ম্যাচে পাওয়া নিয়ে খানিকটা সংশয় থাকছে। যদিও ম্যানেজমেন্টের কর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁদের যেন খেলানো যায়। (Pic Courtesy- Emami East Bengal)
5 / 5
কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচের আগের দিন বিকেলে রিজার্ভ দলের ফুটবলারদের নিয়ে কড়া অনুশীলন করালেন বিনো। (Pic Courtesy- Emami East Bengal)